হলিউডের সিনেমাগুলো দেখা যায়, অতি সুদর্শন পুরুষ মানুষকে ধরে তাদের ঘাড়ে কামড়ে রক্ত পান করছে। তারাই ভ্যাম্পায়ার! সত্যি ধরণী কোলে ভ্যাম্পায়ার আছে কি না সেই আলোচনায় যাচ্ছি না। হঠাৎ করেই নীলকে নিয়ে একটা ভ্যাম্পায়ার শিকারে ইচ্ছে হল। মোঃ শামীম শিহাব ২০/০৩/২০১৮ইং পরিচ্ছেদ - ০১ আজও সকালে ঘুম ভাঙ্গল একটা খারাপ স্বপ্ন দেখে। আমার ঘুম থেকে ওঠা দেখে পাশ থেকে আমার রুমমেট আর বেস্ট ফ্রেন্ড তমা নড়েচড়ে উঠল। সবার আগে ভোর ৪ টায় ঘুম থেকে ওঠা আমার একটা অভ্যাসে পরিনত হয়েছে। ঘুম থেকে উঠেই আমি কটাকট আওয়াজ করতে লাগলাম মানে রেডি হতে লাগলাম। পাশে তমার ঘুম সম্পুর্ন ভেঙে গেলো আর তেলেবেগুনে জলে উঠলো। - আচ্ছা, উঠবি তো উঠিবি, আমাকে কেন উঠাবি? উত্তরে আমি শুধু হাসি দিলাম। তমা আমার কম্বল টেনে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। ভোরে উঠেই আমার এই কলেজের ক্যাপ্টেন হওয়ার জন্য কিছু দায়িত্ব পালন করা লাগে। সকালে উঠেই সবগুলো ক্লাসের তালা খুলি আর জানালা খুলি। আমি একাই প্রায় সব কাজ করি। এই কাজগুলো যেনো আমার সংসারের কাজ। এই ভোরে বেশি আলো নেই চারিদিকে। শুধু নীল আলো। দূরে দেখি একটা মেয়ে আর একটা ছেলে ওই কলেজের বারান্দার ...