আমি ব্রাজিলকে ৩টা শিরোপা নিতে দেখেছি, সেমিফাইনালে ৭ গোলও খেতে দেখেছি। দেখেছি ডেবিট লুইজের সেই কান্নাময় রক্তিম চোখ। দেখেছি মিনেইরো স্টেডিয়ামের সেলেসাও ভক্তদের অশ্রুভেজা চোখ। মনে আছে ব্রাজিল যখন পঞ্চম গোলটি হজম করলো তখন ক্যামেরাটা ছিলো ১০/১২ বছরের এক বালকের দিকে দেখেছি ঐ বালকের বুক ফাটা কান্না। দেখেছি সাবেক স্ট্রাইকার রোনালদো মাইক্রোফোন হাতে কিভাবে বাকরুদ্ধ হয়ে আছে ছিল। দেখেছি ব্রাজিল সাপোর্টারদের আদর্শ ব্রাজিলিস্তাদের সবার প্রিয় দাদু ক্লভিস অ্যাকোস্টা ফার্নানদেসের বিশ্বকাপ রেপ্লিকা জড়িয়ে ধরা অশ্রুহীন কান্না। আর স্বীকার হয়েছি আর্জেন্টাইনদের মারাত্নক ট্রলের। অথচ আজকে তারা নীতি কথা শোনাচ্ছে।আরে ভাই ভুলিনি ডেবিট লুইজের রক্তিম চোখ নিয়ে আপনাদের সেই মহৎ ট্রল। ভুলিনি নেইমারের মেরুদন্ড নিয় ট্রলটাও। আর সেভেন আপ তো আপনাদের রক্তে মিশে আছে, যেটা নিয়ে এখনো ট্রল করেন। অথচ আজ কত নীতি কথা, কি সুন্দর সুন্দর লেখা। কেন ভাই তখন ট্রল করার সময় মনে ছিলো না, ভবিষ্যত বলে কিছু আছে।
তবুও চাই আর্জেন্টিনা বিশ্বকাপ খেলুক।
ওরা বলেছিলো, সেভেন আপ আর আমরা বলছি বেস্ট অব লাক।
জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...
Comments
Post a Comment