Skip to main content

Best of Luck; Brazil

আমি ব্রাজিলকে ৩টা শিরোপা নিতে দেখেছি, সেমিফাইনালে ৭ গোলও খেতে দেখেছি। দেখেছি ডেবিট লুইজের সেই কান্নাময় রক্তিম চোখ। দেখেছি মিনেইরো স্টেডিয়ামের সেলেসাও ভক্তদের অশ্রুভেজা চোখ। মনে আছে ব্রাজিল যখন পঞ্চম গোলটি হজম করলো তখন ক্যামেরাটা ছিলো ১০/১২ বছরের এক বালকের দিকে দেখেছি ঐ বালকের বুক ফাটা কান্না। দেখেছি সাবেক স্ট্রাইকার রোনালদো মাইক্রোফোন হাতে কিভাবে বাকরুদ্ধ হয়ে আছে ছিল। দেখেছি ব্রাজিল সাপোর্টারদের আদর্শ ব্রাজিলিস্তাদের সবার প্রিয় দাদু ক্লভিস অ্যাকোস্টা ফার্নানদেসের বিশ্বকাপ রেপ্লিকা জড়িয়ে ধরা অশ্রুহীন কান্না। আর স্বীকার হয়েছি আর্জেন্টাইনদের মারাত্নক ট্রলের। অথচ আজকে তারা নীতি কথা শোনাচ্ছে।আরে ভাই ভুলিনি ডেবিট লুইজের রক্তিম চোখ নিয়ে আপনাদের সেই মহৎ ট্রল। ভুলিনি নেইমারের মেরুদন্ড নিয় ট্রলটাও। আর সেভেন আপ তো আপনাদের রক্তে মিশে আছে, যেটা নিয়ে এখনো ট্রল করেন। অথচ আজ কত নীতি কথা, কি সুন্দর সুন্দর লেখা। কেন ভাই তখন ট্রল করার সময় মনে ছিলো না, ভবিষ্যত বলে কিছু আছে।
তবুও চাই আর্জেন্টিনা বিশ্বকাপ খেলুক। 
ওরা বলেছিলো, সেভেন আপ আর আমরা বলছি বেস্ট অব লাক।

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

উপন্যাসের গঠন কৌশল

বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক E.M. Forster- এর মতে, কমপক্ষে ৫০ হাজার শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত। উপন্যাস সাহিত্যের এমন একটি মাধ্যম যেখানে বিস্তারিত বর্ণনা দেওয়ার অবকাশ থাকে। এখানে লেখক প্রাণখুলে তাঁর মতামত লিপিবদ্ধ করতে পারেন বা একেকটি চরিত্রকে প্রস্ফুটিত করতে পারেন সকল ধরনের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। উপন্যাসকে এক সুবিশাল ক্যানভাস হিসেবে ধরা যায়, লেখক তাঁর পরিকল্পনা মাফিক একেকটি অধ্যায়কে জায়গা করে দেন সেখানে। স্থান-কালের যথার্থ উল্লেখ, বাস্তবতার প্রতি তীক্ষ্ন দৃষ্টি রাখা, মানুষের হৃদয়ের গভীর তলদেশ স্পর্শ করার ক্ষমতা—ইত্যাদি দরকার একটি সার্থক উপন্যাসের জন্য। উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের গঠন কৌশল নিয়ে ছয়টি রীতির কথা বলেছেন। প্লট বা আখ্যান সম্পাদনাঃ উপন্যাসের ভিত্তি একটি দীর্ঘ কাহিনি। যেখানে মানব-মানবীর তথা ব্যক্তির সুখ-দুঃখ, হাসি-কান্না, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ, ঘৃণা-ভালোবাসা ইত্যাদি ঘটনা প্রাধান্য লাভ করে। উপন্যাসের প্লট বা আখ্যান হয় সুপরিকল্পিত ও সুবিন্যস্ত। প্লটের মধ্যে ঘটনা ও চরিত্রের ক্রিয়াকাণ্ডকে এমনভাবে বিন্যস্ত করা হয় যাতে তা বাস্তব জীবনকে প্র...