Skip to main content

Posts

Showing posts from September, 2018

স্পেশাল চিকেন কোর্মা_রেসিপি

লখনউ স্পেশ্যাল চিকেন কোর্মা নাম শুনে যতই মনে হোক এতে প্রচুর টেকনিকের দরকার। আসল কোর্মা বানানো খুব কঠিন। কিন্তু চিকেন কোর্মা অত্যন্ত সুস্বাদু এবং রান্নাতেও খুব সোজা। তাই নবাবের শহর লখনও থেকে আমরা আজ চিকেন কোর্মা বেছে নিয়েছি আপানাদের কাছে তুলে ধরার জন্য। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই লখনউ স্পেশ্যাল চিকেন কোর্মা। পরিবেশন - ৪ প্রস্তুতির সময় - ১০ মিনিট রান্নার সময় - ৪০ মিনিট উপকরণ: মুরগীর মাংস - ১ কেজি (মাঝারি মাপের টুকরো) ঘি - ৪ টেবিল চামচ পেঁয়াজ - ৪টি (স্লাইস) ছোট এলাচ - ৫টি লবঙ্গ - ৫-৬টি আদা বাটা - ২ টেবিল চামচ রসুন বাটা - ২ টেবিল চামচ দই - ১ কাপ ধনে গুঁড়ো - ২ টেবিল চামচ লাল লঙ্কাগুঁড়ো - ১ চা চামচ হলুদ গুঁড়ো - ১ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো - ১/২ চা চামচ নুন - স্বাদমতো প্রণালী: মাংসের টুকরোগুলি ভাল করে পরিষ্কার করুন। অতিরিক্ত জল ঝরিয়ে শুকিয়ে নিন। একটি কড়ায় ঘি গরম করুন। এতে পেঁয়াজের স্লাইস দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজের রং বাদামী হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এবার ভাজা পেঁয়াজ তুলে নিন। অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। ভাজা পেঁয়াজ একট জল দিয়ে ভাল করে বেটে নিন। একটা মিহি

স্টার জলসা (ময়মনসিংহ)

কুইচ্চা মুরগীর লাহান ঝিম পারতাছিলাম। মাঝেমধ্যে খাডের এইমাতা থাইক্কা গইর মাইরা হেইমাতাত যাই আবার গইর মাইরা এই মাতাত আই। হুট কইরা হুনি পাশের রুমেত্তে আম্মা চিক্কার পাইরা কইতাছে,   - বিষ দে...বিষ দে...! আমি আর আব্বা আতাফাতা কইরা কুট্টা দৌড় মারলাম আম্মার ঘরো। আব্বা কাফা কাফা আবেগী গলায় কইলো,   - সংসারো একটু আধটু কাইজ্জা কাজ্জি, মান অভিমান থাকবোই। এর লাইজ্ঞা কেউ বিষ খায়? আমগর কতা ভাবতা না? তিন ডা আবু গেন্দা রাইক্ষা তুমি বিষ খাইবা? আমগর কি অইবো?(আব্বার আবেগী কতা হুইন্না আমিও একটু কানছিলাম) আব্বার কতা হুইন্না আম্মা আশফান তে পড়ছে। কইলো,   - বিষ খাইতাম কে?   - তে বিষ দে, বিষ দে কইয়া চিল্লাও ক্যা?   - ও এই আলাপ?   - আমি ত বিষ নাম্বার চ্যানেল দিবার কইতাছিলাম, স্ট্যার জলসা। রাখী বন্ধন দেহাম!(আম্মা লাজুক আসি দিয়া) আব্বার দিকে চাইলাম, দেহি আব্বা আক কইরা রইছে!