Skip to main content

স্টার জলসা (ময়মনসিংহ)

কুইচ্চা মুরগীর লাহান ঝিম পারতাছিলাম। মাঝেমধ্যে খাডের এইমাতা থাইক্কা গইর মাইরা হেইমাতাত যাই আবার গইর মাইরা এই মাতাত আই। হুট কইরা হুনি পাশের রুমেত্তে আম্মা চিক্কার পাইরা কইতাছে,
  - বিষ দে...বিষ দে...!
আমি আর আব্বা আতাফাতা কইরা কুট্টা দৌড় মারলাম আম্মার ঘরো। আব্বা কাফা কাফা আবেগী গলায় কইলো,
  - সংসারো একটু আধটু কাইজ্জা কাজ্জি, মান অভিমান থাকবোই। এর লাইজ্ঞা কেউ বিষ খায়? আমগর কতা ভাবতা না? তিন ডা আবু গেন্দা রাইক্ষা তুমি বিষ খাইবা? আমগর কি অইবো?(আব্বার আবেগী কতা হুইন্না আমিও একটু কানছিলাম)
আব্বার কতা হুইন্না আম্মা আশফান তে পড়ছে। কইলো,
  - বিষ খাইতাম কে?
  - তে বিষ দে, বিষ দে কইয়া চিল্লাও ক্যা?
  - ও এই আলাপ?
  - আমি ত বিষ নাম্বার চ্যানেল দিবার কইতাছিলাম, স্ট্যার জলসা। রাখী বন্ধন দেহাম!(আম্মা লাজুক আসি দিয়া)
আব্বার দিকে চাইলাম, দেহি আব্বা আক কইরা রইছে!

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...