Skip to main content

Some Common Usual English Dialogue

❖ Don't cross your limit - সীমা ছাড়িয়ে
যেওনা।
❖ Keep your voice down - গলা নামিয়ে
কথা বলো।
❖ Keep your eyes down - চোখ নামিয়ে
কথা বলো।
❖ Don't show your temper to me- আমার
দিকে চোখ পাকিয়ো না।
❖ I will dip you into dirty water - তোমাকে
পচা পানিতে চুবিয়ে দেব।
❖ I will teach you a good lesson - তোমাকে
উচিত শিক্ষা দিবো।
❖ I will kick you out from here - তোমাকে
লাথি দিয়ে বের করে দেব এখান
থেকে।
❖ You scoundrel - তুমি বদমাশ।
❖ You hippocrates - তুমি ভন্ড।
❖ What a big devil! - কত বড় শয়তানরে
বাবা!
❖ I will slap off your teeth - থাপ্পর দিয়ে
দাত ফেলে দেব।
❖ I will make you flat by beating - তোমাকে
পিটিয়ে সোজা করে দেব।
❖ I will see you my foot - তোমাকে দেখে
নেব।
❖ Keep your finger down - আঙ্গুল নামিয়ে
কথা বলো।
❖ Mind your language - ভাষা সংযত করো।
❖ Hold your tongue - মুখ সামলে কথা বলো।
❖ Don't grow so far - বেশি বার বেড়ো
না।
❖ Do you think that I am a fool?- তুমি কি
মনে কর আমি একটা বোকা?
❖ Have you gone mad?- তুমি কি পাগল হয়ে
গেছ?
❖ You won’t get away more- তুমি আর পার
পাবে না।

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

উপন্যাসের গঠন কৌশল

বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক E.M. Forster- এর মতে, কমপক্ষে ৫০ হাজার শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত। উপন্যাস সাহিত্যের এমন একটি মাধ্যম যেখানে বিস্তারিত বর্ণনা দেওয়ার অবকাশ থাকে। এখানে লেখক প্রাণখুলে তাঁর মতামত লিপিবদ্ধ করতে পারেন বা একেকটি চরিত্রকে প্রস্ফুটিত করতে পারেন সকল ধরনের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। উপন্যাসকে এক সুবিশাল ক্যানভাস হিসেবে ধরা যায়, লেখক তাঁর পরিকল্পনা মাফিক একেকটি অধ্যায়কে জায়গা করে দেন সেখানে। স্থান-কালের যথার্থ উল্লেখ, বাস্তবতার প্রতি তীক্ষ্ন দৃষ্টি রাখা, মানুষের হৃদয়ের গভীর তলদেশ স্পর্শ করার ক্ষমতা—ইত্যাদি দরকার একটি সার্থক উপন্যাসের জন্য। উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের গঠন কৌশল নিয়ে ছয়টি রীতির কথা বলেছেন। প্লট বা আখ্যান সম্পাদনাঃ উপন্যাসের ভিত্তি একটি দীর্ঘ কাহিনি। যেখানে মানব-মানবীর তথা ব্যক্তির সুখ-দুঃখ, হাসি-কান্না, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ, ঘৃণা-ভালোবাসা ইত্যাদি ঘটনা প্রাধান্য লাভ করে। উপন্যাসের প্লট বা আখ্যান হয় সুপরিকল্পিত ও সুবিন্যস্ত। প্লটের মধ্যে ঘটনা ও চরিত্রের ক্রিয়াকাণ্ডকে এমনভাবে বিন্যস্ত করা হয় যাতে তা বাস্তব জীবনকে প্র...