Skip to main content

Bangladesh Garments Buyers

বাংলাদেশের (Garments) পোষাক শিল্পের জনপ্রিয় কিছু বায়ার ও তাদের দেশের অবস্থান , যা আমরা অনেকেই জানি, আর যারা জানি না তারা জেনে নিতে পারি : 
USA:
1. GAP
2. Kmart
3. Walmart
4. Levis
5. American Eagle
6. Jcpenney
7. Tommy Hilfiger
8. VF Asia
9. Nike
10. Target
11. Old Navy
12. PVH
13. Academy sports+outdoors
14. US polo
15. Perry Ellis
16. Terco
17. F.W. Woolworth
18. Quiksilver
19. Francesca’s

Sweden:
1.H&M
2. Lindex
3.Kappahl 

Spain:
1. Zara
2. neck & neck
3. Women’secret

Japan:
1. Uniqlo
2. Sumitomo

Switzerland:
1. Interspor t
2. Tally weijl

Germany:
1. Addidas
2. Puma
3. C&A
4. S. Oliver
5. Hugo Boss
6. NKD
7. Tom Tailor
8. Erima
9. Multiline
10. OBS
11. Katag
12. Ulla Popken
13. New Yorker
14. Mister*Lady

Hong_Kong:
1. Li & Fung
2. Esprit
3. Giordano

Belgium:
1. C&A

#Netherlands:
1. G-Star raw
2. Shoeby

Denmark:
1. IC Group
2. b. young

Canada:
1. BlackBerry
2. Hudson’s Bay

Italy:
1. Kappa
2. Carrera
3. Matteo
4. Liu .jo
5. Silv ian Heach

Czech Republic:
1. Adler

India:
1. Raymond
2. Peter England

UK:
1. Next
2. Tesco
3. ASDA
4. M&S
5. Sainsbury’s
6. Umbro
7. New Look
8. Grenville
9. EWM

Turkey:
1. Tema

France:
1. Decathlon Group
2. Coline
3. Octagon
4. Kiabi
5. Brice
6. Jules
7. Monoprix
8. Pierre Cardin
9. Etam
10. Auchan 

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

উপন্যাসের গঠন কৌশল

বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক E.M. Forster- এর মতে, কমপক্ষে ৫০ হাজার শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত। উপন্যাস সাহিত্যের এমন একটি মাধ্যম যেখানে বিস্তারিত বর্ণনা দেওয়ার অবকাশ থাকে। এখানে লেখক প্রাণখুলে তাঁর মতামত লিপিবদ্ধ করতে পারেন বা একেকটি চরিত্রকে প্রস্ফুটিত করতে পারেন সকল ধরনের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। উপন্যাসকে এক সুবিশাল ক্যানভাস হিসেবে ধরা যায়, লেখক তাঁর পরিকল্পনা মাফিক একেকটি অধ্যায়কে জায়গা করে দেন সেখানে। স্থান-কালের যথার্থ উল্লেখ, বাস্তবতার প্রতি তীক্ষ্ন দৃষ্টি রাখা, মানুষের হৃদয়ের গভীর তলদেশ স্পর্শ করার ক্ষমতা—ইত্যাদি দরকার একটি সার্থক উপন্যাসের জন্য। উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের গঠন কৌশল নিয়ে ছয়টি রীতির কথা বলেছেন। প্লট বা আখ্যান সম্পাদনাঃ উপন্যাসের ভিত্তি একটি দীর্ঘ কাহিনি। যেখানে মানব-মানবীর তথা ব্যক্তির সুখ-দুঃখ, হাসি-কান্না, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ, ঘৃণা-ভালোবাসা ইত্যাদি ঘটনা প্রাধান্য লাভ করে। উপন্যাসের প্লট বা আখ্যান হয় সুপরিকল্পিত ও সুবিন্যস্ত। প্লটের মধ্যে ঘটনা ও চরিত্রের ক্রিয়াকাণ্ডকে এমনভাবে বিন্যস্ত করা হয় যাতে তা বাস্তব জীবনকে প্র...