Skip to main content

চাতক-চাতকী

চাঁদবরণ চেহারার চাতকী চৈতালি চক্রবর্তীর চমকিত চোখের চিলেকোঠায় চেয়ে,

চৌচির চিত্তে চারকোণা চশমার চৌকাঠে চাতক চন্দ্রদ্বীপ চ্যাটার্জীর চাহনিতে চিরায়ত চিন্তিত চিত্রের চিরচেনা চুপচাপ চিৎকার। চাহিদার চুক্তিপত্র চিরতরে চিতায় চাপানোর চেষ্টায় চাকুরীচ্যুত চুরমার চাতকের চওড়া চোয়ালে চাক্ষুষ চুক্তিভঙ্গের চিঠি।

চঞ্চলা চাতকীর চিবুকে চন্দ্রগ্রহণ, চোরাবালিময় চক্ষুযুগল চাকচিক্যহীন চূর্ণ চাতকের চোখে চেয়ে চৌরাস্তায় চিরপ্রস্থানের চিনচিনে চাপের চুক্তিতে চুপিসারে চিরকুট চরিত্রের (চিল-চড়ুইয়ের) চুম্বকীয় চোখাচোখি।

চাতকীর চূড়ান্ত চাওয়ায় চালচুলোহীন চাতকের চিলেকোঠার চাবি, চারপায়া চেয়ারে চরণ চড়িয়ে চুলের চাবুকে, চুড়ির চাকচিক্যে, চিনাবাদাম চাবাতে চাবাতে চাইবে চারিপাশের চামেলির চারাগাছ, চন্দ্রমল্লিকা, চাঁপা, চালতার চালা, চন্দন চত্বর চিনতে। চাতকের চিন্তামগ্ন চিত্ত চিরে চিত্রপটে চলবে চুম্বনের চিহ্নের চাষ।

চাতকিনীর চোখের চূড়ায় চেয়ে চাতকের চুপিসারে চরম চক্ষুলজ্জার চাদরে চিরবিদায়।


🖊️জান্নাতুল ফেরদৌস

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...