১) ১ সেট স্পেস স্যুট তৈরি করতে খরচ হয় প্রায় ১২ মিলিয়ন ইউ এস ডলার
২) ১ সেট স্পেস স্যুট এর ওজন প্রায় ২১ কেজি
৩) ১ সেট স্পেস স্যুট তৈরি করতে সময় লাগে প্রায় ১ বছর
৪) পুরুষ এবং নারী উভয় এর জন্যই ১ স্পেস স্যুট একই থাকে।
৫) নাসা কর্তৃক তৈরি স্পেস স্যুট সবচেয়ে দামী যার মূল্য ১৫ মিলিয়ন ইউ এস ডলার
৬) ১ সেট স্পেস স্যুট এ বিভিন্ন কাপড়ের ১১ টি লেয়ার/ স্তর থাকে
৭) স্পেস স্যুট তৈরী এর অন্যতম উপাদান হল- অরথো ফেব্রিক, কোটেড নাইলন, ট্রাইকট , স্পান্ডেক্স,
৭) স্পেস স্যুট এর তাপমাত্রা ধারণ ক্ষমতা -২৫০ ডিগ্রি ফারেনহাইট থেকে + ২৫০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত।
Comments
Post a Comment