Skip to main content

স্পেস স্যুট


স্পেস স্যুট

১) ১ সেট স্পেস স্যুট তৈরি করতে খরচ হয় প্রায় ১২ মিলিয়ন ইউ এস ডলার

২) ১ সেট স্পেস স্যুট এর ওজন প্রায় ২১ কেজি

৩) ১ সেট স্পেস স্যুট তৈরি করতে সময় লাগে প্রায় ১ বছর

৪) পুরুষ এবং নারী উভয় এর জন্যই ১ স্পেস স্যুট একই থাকে।

৫) নাসা কর্তৃক তৈরি স্পেস স্যুট সবচেয়ে দামী যার মূল্য ১৫ মিলিয়ন ইউ এস ডলার

৬) ১ সেট স্পেস স্যুট এ বিভিন্ন কাপড়ের ১১ টি লেয়ার/ স্তর থাকে

৭) স্পেস স্যুট তৈরী এর অন্যতম উপাদান হল- অরথো ফেব্রিক, কোটেড নাইলন, ট্রাইকট , স্পান্ডেক্স,

৭) স্পেস স্যুট এর তাপমাত্রা ধারণ ক্ষমতা -২৫০ ডিগ্রি ফারেনহাইট থেকে + ২৫০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত।

Comments

Popular Posts

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

বই প্রকাশ করতে কেমন খরচ হয়

নিজের টাকায় বই বের না করাই ভালো। এরপরও যারা নিজের টাকায় সম্পূর্ণ বই প্রকাশ করতে চান, তাদের সুবিধার্থে নিচে বই প্রকাশের একটি হিসার দেয়া হলো। অনেক প্রকাশক হয় তো আরো কম মূল্...