১। ভেন্টিলেশন ব্যবস্থা ভালো❗
২। ইস্ত্রির ঝামেলা নেই❗
৩। ভাঁজ করা সহজ❗
৪। ইউজার ফ্রেন্ডলী, বিশেষ করে টয়লেটে এবং ❗
৫। প্রয়োজনে টাওয়েলের কাজ করে❗
৬। টিস্যুর বিকল্প হিসেবে ব্যবহার করা যায়❗
৭। পরতে ও খুলতে ঝামেলা নেই। হুক, বেল্ট, চেইন এসব লাগে না❗
৮। মরা গিট্টু বা ফস্কা গিট্টু দুইভাবেই পড়া যায়❗
৯। ফিটিং এর ঝামেলা নাই, যে কোন মাপের কোমরের জন্য উপযুক্ত❗
১০। চাইলে ফুল না চাইলে হাফ এমন কি শর্টস (লেংটি) হিসেবে ব্যবহারযোগ্য❗
১১। হাল্কা শীতে দিনে কাঁথা/চাদর হিসেবে ইউজ করা যায়❗
১২। পণ্য বহনে ব্যাগের ন্যায় (কোচড়) ব্যবহার করা যায়❗
১৩। গোছলের সময় সাবান ডলার কাজে ব্যবহার করা যায়❗
১৪। পরনে রেখেই সময়ে অসময়ে এটা সেটা মোছা যায়❗
১৫। ছিঁড়ে গেলেও কাঁথায় ব্যবহার করা যায়❗
১৬। ইচ্ছামতো ভিজানো ও শুকানো যায়❗
১৭। ভেতরে আন্ডার গার্মেন্টস লাগে না❗
১৮। ঘর মোছার ন্যাকড়া হিসেবে ব্যবহার করা যায়❗
১৯। আসবাবপত্র মোছতে সহায়তা করে❗
২০। সর্বোপরি, রান্নার পর ডেকচি মোছার কাজে লুছনি হিসেবে ব্যবহার করা যায়❗
২১।রাস্তায় জলাবদ্ধতা হলে লুঙি প্রয়োজন মত উচিয়ে না ভিজিয়েই পার হওয়া যায়❗
২২। প্রকাশ্যে ড্রেস চেন্জ করার জন্য লুঙির ব্যবহার সর্বজন বিদিত।
সমস্যা একটাই, ইজ্জত সামলে রাখতে হয়। কপাল খুললে সবাই অখুশি হলেও নিজে খুশি, কিন্তু লুঙ্গি খুললে সর্বনাশ❗
এরপরও লুঙ্গির তুলনা লুঙ্গিই❗😆
ছবি ও লেখা সংগৃহীত
Comments
Post a Comment