Skip to main content

Different Types of Fabrics

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হিসেবে ফেব্রিক পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রিক এর পরিচয় ভালোভাবে জানা থাকলে ল্যাব এ কিংবা গার্মেন্টস এ অনেক কাজ করাই আমাদের জন্য সহজ হয়ে যায়। তাই আসুন কয়েকটি ফেব্রিক সম্পর্কে জানা যাক।


(1) Single Jersey: Fabric এর Top Side-এ চিকন চিকন দাগ থাকে এবং In Side- এ Net এর মত জালি থাকে। এই জাতীয় Fabric কে Single Jersey বলে।

(2) All Over Print: যে Single Jersey Fabric এর Top Side- এ print থাকে তাকে All Over Print বলে।

(3) Yarn Dyed: যে Fabric এর Top & Bottom উভয় Side-এ একই ধরনের কালারের Stripe দেখা যায় তাকে Yarn Dyed Fabric বলে।

(4) Grey Melange S/J: Single Jersey যদি সাদা এবং Grey কালারের Mixed হয় তার নাম Grey Melange Single Jersey বলে।

(5) Terry Jersey: Top side দেখতে Single Jersey এর মত কিন্তু In Side Towel বা Bandege এর মত। এই জাতীয় Fabric কে Terry Jersey Fabric বলে।

(6) Fleece One Side Brush: Top Side Plain Single Jersey এর মত কিন্তু In side Brush বা তুলাতুলা।এই জাতীয় Fabric কে Fleece One Side Brush Fabric বলে।

(7) Rib : Top & Bottom উভয় Side-এ খাড়া লম্বা লম্বা দাগ থাকে এবং টানলে বাড়ে। এই জাতীয় Fabric কে Rib Fabric বলে। Rib Fabric কয়েক প্রকারের হয়।
যেমন:- 1*1 Rib
2*2 Rib
3*3 Rib
4 *4 Rib

(8) Pique(PK)/Lacoust : Top Side Dimond এর মত ভীট থাকে এবং In side Plain থাকে। ভীট ছোট হলে Single Lacoust এবং ভীট বড় হলে Doubble Lacoust বলে।

(9) Lycra Single Jersey :যে S/J কে দৈঘ্য প্রস্থ যে কোন দিকে টানলে বাড়ে তার নাম Lycra Single Jersey বলে।

(10) Lycra Rib: যে Rib Fabric উভয় দিকে টানলে বাড়ে তার নাম Lycra Rib । Lycra Rib কয়েক প্রকার হতে পারে। যেমন:
1*1 Lycra Rib
2*2 Lycra Rib
3*3 Lycra Rib
4*4 Lycra Rib

(11) Pollar Fleece:যে Fabric এর Both Side এ Brush করা বা তুলাতুলা তার নাম Pollar Fleece.

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...