Skip to main content

সত্যবাদী পাখি

এক তরুণী মেয়ে দোকানে গেল একটা কথা বলা টিয়ে পাখি কিনতে। দোকানদার একটা পাখির খুব প্রশংসা করল। এটা নাকি সব বুঝে, নিজে থেকেই অনেক কিছু শিখে নেয়।
মেয়েটা খুশি হয়ে পাখিটাকে গিয়ে জিজ্ঞেস করল,
  - আচ্ছা আমাকে দেখে, আমার সম্পর্কে কি মনে হয় তোমার?
পাখিটা ঠাস করে বলে বসল,
  - বেশী সুবিধার না, বাজে মাইয়া!
মেয়েতো পুরাই টাশকি খেয়ে গেল। রেগেমেগে দোকানদারকে গিয়ে অভিযোগ করল। দোকানদার পাখিটাকে ধরে এক বালতি পানিতে কয়েকটা চুবানি দিল। এরপর জিজ্ঞেস করল,
- আর খারাপ কথা বলবি?
পাখিটা ভালো মানুষের মত মাথা নাড়িয়ে বলল,
  - না না, আর বলব না।
মেয়েটা খুশি হয়ে আবার পাখিটাকে জিজ্ঞেস করলঃ,
  - আচ্ছা আমি যদি রাতে ঘরে একজন পুরুষ নিয়ে ঢুকি, তুমি কি মনে করবে?
পাখিটি জবাব দিল,
  - তোমার স্বামী।
  - যদি দুজনকে নিয়ে ঢুকি?
  - তোমার স্বামী আর দেবর।
  - যদি তিনজনকে নিয়ে ঢুকি?
  - তোমার স্বামী, দেবর আর ভাই।
  - যদি চারজনকে নিয়ে ঢুকি?
পাখিটা চেঁচিয়ে দোকানদারকে ডেকে বলল,
  - ঐ মিয়া বালতি নিয়া আও! আগেই কইছিলাম এই মাইয়া সুবিধার না!!

Comments

Popular Posts

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

বই প্রকাশ করতে কেমন খরচ হয়

নিজের টাকায় বই বের না করাই ভালো। এরপরও যারা নিজের টাকায় সম্পূর্ণ বই প্রকাশ করতে চান, তাদের সুবিধার্থে নিচে বই প্রকাশের একটি হিসার দেয়া হলো। অনেক প্রকাশক হয় তো আরো কম মূল্...