রবীন্দ্রনাথ ঠাকুর যদি গার্মেন্টস সেক্টরে চাকরি করতেন তাহলে লিখতেনঃ
"আজ অনেকেই বাহিরে গিয়াছে, গেইট পাস আর নাহিরে
ওগো, আজ তোরা যাসনে ফ্যাক্টরির বাহিরে।
গালি বকার ধারা ঝরে ঝরঝর
বস বলে কাজ কর কর,
কালি মাখা মেঘে মুখ আঁধার করে বস দেখে চাহি রে ওগো, আজ তোরা যাসনে ফ্যাক্টরির বাহিরে।
ঐ ডাকে শোনো বায়িং কিউসি, শক্ত চোয়ালে
কাল সকালে মালের ইন্সপেকশন রাত পোহালে
মেইলে ঢুকে ওগো দেখ দেখি
শিপমেন্ট টাইম আর বাড়িয়েছে কি?
আজ কোন রিপ্লাই আসেনি, সারা দিন খোয়ালে
একটু পরেই বায়ার স্কাইপিতে আসবে বেলাটুকু পোহালে।
শোনো শোনো মাল এয়ারে যাবে বলছে বায়ার পাজিরে,
শিপমেন্ট ডেইট ফেইল হয়েছে আজিরে।
ঝড়ো হাওয়া বয়, পাশে নেই কেউ
এমডি স্যারের রুমে বকাবকির ঢেউ
দরদর বেগে ঝরছে ঘাম বুকের ভিতর ঘন্টা বাজিরে
চাকরিটা মনে হয় চলে গেল আজি রে।
.
Written By : Saiful Islam Romen
Comments
Post a Comment