Skip to main content

কবিতাঃ গার্মেন্টস এর চাকরি

রবীন্দ্রনাথ ঠাকুর যদি গার্মেন্টস সেক্টরে চাকরি করতেন তাহলে লিখতেনঃ

"আজ অনেকেই বাহিরে গিয়াছে, গেইট পাস আর নাহিরে
ওগো, আজ তোরা যাসনে ফ্যাক্টরির বাহিরে।

গালি বকার ধারা ঝরে ঝরঝর
বস বলে কাজ কর কর,
কালি মাখা মেঘে মুখ আঁধার করে বস দেখে চাহি রে ওগো, আজ তোরা যাসনে ফ্যাক্টরির বাহিরে।

ঐ ডাকে শোনো বায়িং কিউসি, শক্ত চোয়ালে
কাল সকালে মালের ইন্সপেকশন রাত পোহালে
মেইলে ঢুকে ওগো দেখ দেখি
শিপমেন্ট টাইম আর বাড়িয়েছে কি?

আজ কোন রিপ্লাই আসেনি, সারা দিন খোয়ালে
একটু পরেই বায়ার স্কাইপিতে আসবে বেলাটুকু পোহালে।

শোনো শোনো মাল এয়ারে যাবে বলছে বায়ার পাজিরে,
শিপমেন্ট ডেইট ফেইল হয়েছে আজিরে।

ঝড়ো হাওয়া বয়, পাশে নেই কেউ
এমডি স্যারের রুমে বকাবকির ঢেউ
দরদর বেগে ঝরছে ঘাম বুকের ভিতর ঘন্টা বাজিরে
চাকরিটা মনে হয় চলে গেল আজি রে।
.

Written By : Saiful Islam Romen

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...