শব্দভান্ডারের কোন শব্দই তোমাকে বর্ণনা করার জন্য যথেষ্ট নয়। তোমার ক্রিকেট, নেতৃত্ব, ব্যক্তিত্ব, দেশপ্রেম সবকিছুই প্রশংসার ঊর্ধে। মারাত্মক সব ইনজুরিকে কনিষ্ঠা আঙুল দেখিয়ে বারবার মাঠে ফিরে এসে ১৬ কোটির নেতা হয়ে উজ্জ্বল করেছ বাংলাদেশের নাম। তবুও ইনজুরি তোমার পিছু ছেড়েনি, না তুমি কখনও হাল ছেড়েছ। ১৬ কোটি মানুষের ভালবাসায় সিক্ত হয়ে নিজের ব্যথাটাকে আড়াল করে প্রতিনিয়ত লড়াকু বাঘের মতো লড়ে চলছ।
এজন্যেই তুমি #মাশরাফি বিন মুর্তজা, তুমিই #বাংলাদেশ।
#শুভ_জন্মদিন, কোটি প্রাণের স্পন্দন। #শুভ_জন্মদিন, ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত।
তোমার #৩৫তম জন্মদিনে শুধু এটাই বলব, "অনেক দিয়েছ ভালবাসার প্রতিদান, অনেক হয়েছে ত্যাগ। এবার নিজের জন্যেও একটু ভেবো, নিজের যত্ন নিও।।
জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...
Comments
Post a Comment