Skip to main content

কিছু কথা - শিরোনামহীন

কিছু কথা স্তব্ধ, কিছু বোকা শব্দ
কিছু কথা কখনো হারিয়ে যায়
উদাস কিছু দুপুর, কিছু ভেঙে যাওয়া সুর
কিছু সাদা প্রশ্ন আমায় ভাবায়
কিছু হাসিখেলা, কাঁদে সারাবেলা
উদাস পথে হয়ত একলা চলা
নিবিড় জনারন্যে, শুধু তোমার জন্যে
কিছু কথা কখনো হয়নি বলা..।

বইয়ের পাতায় কিছু শব্দ খুঁজে পাই না
কিছু কিছু প্রশ্ন নিয়ে ভাবতে আর চাই না
রূপকথার পঙ্খিরাজ একদিন নেমে আসবে
রাস্তার কালো পিচে সে স্বপ্ন নিয়ে ভাসবে
যান্ত্রিক এই নগর হয়ে যাবে অবসন্ন
কিছু কথা বলছি শুধু তোমার জন্য...।

বদলে যাবার দিন স্বপ্ন দেখার দিন
কিছু কথা ভেসে যাক অন্ধকার রাস্তায়
মনের বন্ধ জানালায় স্বপ্নের কথা জমে থাক
কিছু কথা কখনো বাঁচতে শেখায়
কিছু হাসিখেলা কাঁদে সারাবেলা
অবাধ্য কিছু স্বপ্ন নিয়ে একলা চলা
নিবিড় জনারন্যে মেঘলা এই ক্ষণে
কিছু কথা কখনো হয়নি বলা…।।

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...