Skip to main content

কমলাকান্তের দপ্তর (সড়কমন্ত্রী প্রসংগ)

কমলাকান্তকে মনে আছে? বঙ্কিমচন্দ্রের সেই কমলাকান্ত?
সেই কমলাকান্ত এখন সড়কমন্ত্রী হইয়াছে!
তো, সেই কমলাকান্ত একদিন পিতৃপ্রদত্ত আরাম কেদারায় বসিয়া আরামসে হুক্কা টানিতেছিলো আর নিমিতলোচনে ভাবিতেছিলো, আমি যদি অর্থমন্ত্রী হইতাম, তা হইলে সকল অর্থ খরচ করিয়া ঘরে ঘরে নিরাপদে লালপানি পৌছানোর ব্যবস্থা করিতাম। সকলে তখন হয়তো আমার দিলখোলা হাসির রহস্য বুঝিতে পারিতো।
হঠাৎ ঘরের কোন হইতে "মিউ" শব্দ শুনিয়া কমলা অতি কষ্টে চোখের কোণ উন্মুক্ত করিয়া দেখিলো, একখানা মার্জারী তাহার দুপুরের আহারের মাংসের টুকরা খাইয়া অতি আরামের সহিত তৃপ্তির ঢেকুর দুলিতেছে। 
সে যাকগে, তাহার কি? মাংস মুরগির, রান্না করিয়াছে বাংলাবাজারের বুয়া, তাহার তো কোনো ক্ষতি হয় নাই।
বরং মনের ভেতরে খচখচ করতে থাকা কিছু জিজ্ঞাসার জবাব জানিয়া লইবার চেষ্টা করাই উত্তম বলিয়া মনে করিলো সে।
হাত দিয়া কাছে ডাকিতেই বিড়াল সুড়সুড় করিয়া কাছে চলিয়া আসিলো। আর যাহাই হোক, মার্জারী অকৃতজ্ঞ হইতে পারেনা। সে তো আর মানুষ নয়! বাতচিত পর্বের শুরুতেই কমলা জিজ্ঞেস করিল,
  - "আচ্ছা মার্জারী, বল তো এই দেশের ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা কবে ঠিক হইবে?"
মার্জারির মুখে যেনো এতোদিনে বুলি ফুটিলো! ভাঙা ভাঙা গলায় বলিতে লাগিলো,
  - "তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিন তো জাঁহাপনা। হাজারটা বিড়াল যদি তাহাদের দাঁত মর্দন করিতে প্রত্যহ ১ কেজি করিয়া কয়লা ব্যবহার করে, তা হইলে দেড় লক্ষ টন কয়লা ব্যবহার করিতে কতো বছর লাগিবে?"
এইবার কয়লাকান্ত মহা মুশকিলে পড়িল। ট্রাঙ্ক হইতে অতি পুরাতন একখানা হিসাবযন্ত্র বের করিয়া, মাথার গোটাশয়েেক চুল ছিড়িয়া কোনো কুল কিনারা না পাইয়া শেষ পর্যন্ত বলিতে বাধ্য হইলো,
  - "ঠিক বলিতে পারিবো না।"
  - "আপনার প্রশ্নের উত্তরও সেইটাই।"
মার্জারীর মুখে ফিচলে হাসি। সেই হাসি দেখিয়া কমলাকান্তের মাথায় রক্ত উঠিয়া গেলো। পাশে রাখা বেতখানা লইয়া মার্জারিকে মারিতে গিয়েও উহাকে থামিয়া যাইতে হইলো, লালপানির প্রভাবে সোজা হইয়া দাড়ানোও এখন তাহার জন্য অতি কষ্টসাধ্য।
অতঃপর শান্ত হহইয়া বসিয়া আরেকখানা প্রশ্ন ছুড়িয়া দিলো মার্জারীর দিকে,
  - "এইবারের প্রশ্নের সঠিক উত্তর দিলে পারিলে তুই মুক্ত। জানিস, পাশ্ববর্তী দেশে সড়ক দূর্ঘটনায় প্রতিদিন চার'শো জন মারা যায়, আমাদের দেশে মারা যায় "মাত্র" সত্তুর জন। এখন বল দেখি, মাত্র ৬ জন মানুষ মারা যাওয়ার পর এইভাবে রাস্তা বন্ধ করে দেয়াটা কি ঠিক? ফেসবুক সেলিব্রেটির গাড়িও নাকি তারা আটকাইয়া দিয়েছিলো শুনিলাম। এত্তো বড় সাহস!"
এইবার বুঝি বিড়ালের গলা জোড় একটু কমিলো,
  - "জাঁহাপনা, পাশ্ববর্তী দেশের আয়তন আমাদের দেশের প্রায় বিশ গুন, সেই হিসেবে তাহাদের মৃত্যুও অনেক কম । অবশ্য তাহাদের দেশে মানুষ মরিলে তারা দিলখোলা হাসি দিয়া জগৎ মাতাইতে পারেনা আর কি। টিভিতে অবশ্য দেখিতে পাইলাম, আপনার দাত অনেক পরিষ্কার, দাতে পোকা নাই। একি জাঁহাপনা! আপনি দড়ি লইয়া এইদিকে আসিতেছেন ক্যান..!
*
পরদিন দেশের প্রখ্যাত সংবাদ পত্রিকাগুলোর এক চিপায় সংবাদ ছাপা হইলো,
  - "একখানা মার্জারী মিসিং...তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন।"

(কমলাকান্তের দপ্তর - অপ্রকাশিত লেখনী)
© ইমতিয়াজ আহমাদ

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...