Skip to main content

শিক্ষার্থী আন্দোলন ভাষা প্রসংগ

কিছু ভদ্রলোক ভ্রু কুঁচকে বলছেন যে শিশুদের ভাষা খুব অশোভনীয় হয়ে যাচ্ছে, কী শিখছে এরা? এদের জন্য শিশুদের ব্যবহৃত বিশেষ কিছু ভাষাকে আমরা রাবীন্দ্রিক ঢঙে উপস্থাপন করতে পারি। শিশুদের কাছে অনুরোধ তারা যেন কিছু বিকল্প ব্যানারে এগুলোও লিখে রাখে।
পুলিশ কোন চ্যাটের বাল? = পুলিশ কোন চটোকেশ?
লাঠি ভরে দেব = সেঁধিয়ে দেব দন্ড তোমার নিম্নদেশে।
মন্ত্রী চোদার টাইম নাই = মন্ত্রী সঙ্গমে নাই গো লগন।
পুলিশ আমার শাউয়ার বালও না = পুলিশ নয় যে মোর গুপ্ত কেশদাম।
...ইত্যাদি ইত্যাদি।

উপরের কথাগুলো সংগৃহীত। এখন আসি আসল কথায়।
যারা এসব কথায় নাক ছিটকাচ্ছে, নিন্দা করছে বা এগুলোকে অশ্লীল বা অশোভনীয় ভাষার সিল মোহর মেরে দিচ্ছে, তারা হয়তো জানেই না ক্ষোভের ভাষা এমনটাই হয়।
হ্যা, ঠিকই শুনেছেন! জীবনের কিছু মুহূর্তের ভাষা এরকমই হয়। বিশেষ করে চরম ক্ষুধা আর ক্ষোভের মুহূর্তগুলিতে। কতিপয় নাক ছিটকানো ভদ্রলোকেরা মনে হয় এটাও জানে না, রাস্তায় অবস্থান করা বাচ্চাগুলোর মনে এখন কতটা ক্ষোভ বিরাজ করছে। এদের কারও ভাই, কারও বোন অথবা কারও বন্ধুকে রাস্তায় গাড়ি দিয়ে পিষে মেরে ফেলা হয়েছে। সেই হত্যার ক্ষোভ বিরাজ করছে তাদের মনে। আর সোনার দেশে এরকম হাজারও পিষে মারার ঘটনা প্রতিনিয়তই ঘটছে। যার কোন বিচার আমাদের সোনার বাংলাদেশে নেই। এই হত্যাগুলোর বিচারের দাবি নিয়েই সকলের প্রতিনিধি হয়ে রাস্তায় নেমেছে।
ক্ষোভ ভরা মনে এরকম দুইএকটা কথার উদয় হবে না, সেটা কিভাবে ভাবে তারা!
ইতিহাস দেখলে তো এরকম হাজারও প্রমাণ মেলে। "ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো।" দেশ স্বাধীনের পরের দুর্ভিক্ষের সময় এই কথা কিন্তু চরম ক্ষুধা সহ্য না করার বেলাতেই হয়েছিল।
এরকম প্রতিটি আন্দোলন আর বিক্ষোভেই মানুষের মনের সব ক্ষোভ ফুটে উঠে। কারণ সেটা সাধারণ ভাষা নয়, বিক্ষোভের ভাষা।
আল্লাহ না করুক আপনার চোখের সামনে যদি আপনার সন্তানকে বা আপনার আপনজনের কাউকে এরকমভাবে রাস্তায় গাড়ির চাকায় পিষে মেরে ফেলা হয়, তখন আপনার মুখ থেকে ঠিকই বের হয়ে আসবে - "খানকির পোলা তর ম***!"

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...