Skip to main content

সিগারেট ২য় পত্র

২০৫০ সালের কলেজ পড়ুয়া পোলাপানের পরীক্ষার স্টাইলঃ
-
বিষয়ঃ সিগারেট ২য় পত্র
(আবশ্যিক)

বিষয় কোড- ৪২০

সময়ঃ সাড়ে আড়াই ঘন্টা
(নকলের জন্য সাড়ে দেড় ঘন্টাবরাদ্দ)

সকল সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপকঃ

১। শব্দার্থ লিখঃ

তামা, সুখটান, ধোয়া, পিনিক, নেশা।

২। টিকা লেখঃ

ডার্বি, গোল্ডলিফ, বেনসন & হেজ্ঞেছ, স্টার, নেভি।

৩। ব্যাখ্যা লিখঃ

তুমি ঠোটে দাও লিপজেল, আর দাও লিপস্টিক।
আমি ধরাই বেনসন, আর ধরাই গোল্ডলিফ।
অথবা,
অত জ্ঞান দিয়েন না স্যার,
সবার হয়না ক্যান্সার।

৪। ভাব সম্প্রসারণ লিখঃ

সিগারেট খোরের কোন হায়াত নেই।
অথবা,
কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে,
সিগারেট বিনা সুখ লাভ হয় কি মহিতে?

৫।সারংশ/সারমর্ম লিখঃ

কোথায় সিগারেট, কোথায় ম্যাচ,
কে বলে তা বহুদুর!
মমিনের দোকানেই পাওয়া যায়,
এলাকার মধ্যেই সুরাসুর।
অথবা,
যে জন দিবসে মনের হরষে
জালায় ম্যাচের কাঠি,
আশুগৃহে তার দেখিবেনা আর
সিগারেট খাওয়ার প্রদিপ বাতি।

৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ

(ক) সিগারেটের উপকারিতা আলোচনা কর।
অথবা,
গাজা এবং সিগারেটের মধ্যে পার্থক্য লিখ।

(খ) চিত্র সহ লুকিয়ে লুকিয়ে সিগারেট খাওয়ার পদ্ধতি আলোচনা কর।
অথবা,
গোল্ডলিফের দাম ১০টাকা কেন? কারণ সহ ব্যাখ্যা কর।

৭। রচনা লিখঃ

সিগারেট খোর
অথবা,
বাংলাদেশের প্রেক্ষাপটে জন প্লেয়ার।

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...