Skip to main content

ছোটগল্প লেখার কৌশল

যেভাবে আপনিও লিখে ফেলতে পারেন একটি চমৎকার ছোট গল্পঃ

১) আইডিয়াকে লালন করুনঃ
মাথায় কোন একটা প্লট আসলেই সেটিকে লিখে ফেলতে বসে যাবেন না। প্লটটিকে মাথায় রেখে দিন। দেখবেন এটির ডালপালা গজিয়েছে। হয়তোবা আরো কোন চরিত্র এসে হাজির হয়েছে। প্লটটি পূর্ণতা পেলে তবেই লিখতে বসুন।

২) গল্পের শুরুতে চমক রাখুনঃ
ছোট গল্পের শুরুটা আকর্ষণীয় হওয়া দরকার। শুরুটা ভাল না হলে অনেক সময় পাঠক পুরোটুকু পড়তে আগ্রহ বোধ করে না। শুরুটা কোন একটি সংলাপ দিয়ে করা যায়। যেমনঃ ‘সাকিবের প্রস্তাবটা শুনেই মাথায় আগুন ধরে গেল।’ প্রথম লাইনটি পড়ে পাঠক স্বাভাবিকভাবেই জানতে আগ্রহ বোধ করবে সাকিবের প্রস্তাবটি কি ছিল?

৩) আশপাশ থেকে চরিত্র খুঁজে নিনঃ
গল্পের চরিত্র গুলো পাঠকের নিকট বাস্তব করে তোলার জন্যে আপনার আশপাশ থেকেই চরিত্রগুলো ধার করতে পারেন। আপনার এলাকার কোন ব্যক্তি কিভাবে হাঁটে, কিভাবে শব্দ করে চা খায় এসব আপনার গল্পে নিয়ে আসতে পারেন। এতে চরিত্রগুলো আপনার চোখের সামনে থাকবে আর লিখতেও সুবিধা হবে।

৪) গল্প অহেতুক দীর্ঘ করবেন নাঃ
ছোট গল্প ছোট হবে স্বাভাবিক। তবে অনেকে ছোট গল্প লিখতে গিয়েও কোন ঘটনা টেনে অহেতুক লম্বা করে ফেলে। মনে রাখতে হবে, অল্প কথায় কাজ হলে অধিক কথার কোন সার্থকতা নেই। তাই গল্পের আকার ছোট রাখুন।

৫) গল্পের শেষ কিভাবে হবে, ঠিক রাখুনঃ
অনেকে ভাবে লিখতে লিখতে একসময় শেষ করলেই হবে। এইভাবে করতে গিয়ে দেখা যায় শেষটা ভাল হয় না। আপনাকে শেষটা আগে থেকেই ভেবে রাখতে হবে। সবচেয়ে ভাল হয় শেষে একটা চমক রাখতে পারলে। গন্তব্যের শেষটা মাথায় রাখলে পথচলা সহজ হবে।

৬) লিখেই সম্পাদনা করবেন নাঃ
লিখেই গল্পটি সম্পাদনা করতে বসবেন না। গল্পটি লিখে রেখে দিন। পরদিন আবার নিয়ে বসুন। এইবার প্রথম থেকে পড়া শুরু করুন। তখন দেখবেন অনেক লাইন এবং সংলাপ সংযোজন বা বিয়োজন করতে হচ্ছে। লিখে সাথে সাথে সম্পাদনা করতে বসলে অনেক কিছু চোখে নাও পড়তে পারে।

৭) প্রচুর পড়তে হবেঃ
বিখ্যাত সব লেখক বলে গেছেন, “ভাল লিখতে হলে প্রচুর পড়তে হবে।” এটির কোন বিকল্প নেই। রবীন্দ্রনাথ ঠাকুর, আখতারুজ্জামান ইলিয়াস, হুমায়ূন আহমেদ, মুহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক সহ অন্যান্য লেখকদের গল্পগুলো পড়ে ফেলুন। দেখবেন আপনার নিজেরই একটা গল্প লিখে ফেলতে ইচ্ছা করবে। গল্প লিখেই ছাপানোর জন্য ব্যস্ত না হয়ে, আপনার বন্ধুদের পড়তে দিন অথবা ফেসবুকে শেয়ার করতে পারেন। সবার মন্তব্য গুলো দেখুন। প্রতিদিনই লিখতে চেষ্টা করুন। দেখবেন অসাধারন একটি ছোট গল্পের লেখক হয়ে গিয়েছেন আপনি। 

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...