ময়মনসিংহ বাংলাদেশের চতুর্থ বৃহত্তম শহর। বাংলাদেশের প্রধান শহরগুলোর মধ্যে এটি অন্যতম। এটি ময়মনসিংহ জেলার প্রায় কেন্দ্রভাগে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। নদীর তীর জুড়ে থাকা শহর-রক্ষাকারী বাঁধের বিস্তীর্ণ এলাকা নিয়ে নিয়ে গড়ে উঠেছে ময়মনসিংহ পার্ক যা শহরবাসীর মূল বিনোদন কেন্দ্র হিসেবে চিহ্নিত। বর্তমানে পার্কের অনেক দৃশ্যমান উন্নয়ন করা হয়েছে।
ময়মনসিংহ নগরীতে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ প্রকৌশল কলেজ, নটরডেম কলেজ ময়মনসিংহ, আনন্দমোহন কলেজ, সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ মহিলা ক্যাডেট কলেজ, মুমিনুন্নিসা মহিলা কলেজ, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান ।
তাই ময়মনসিংহ শিক্ষা নগরী হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর।
ভালোবাসি প্রিয় শহর ময়মনসিংহ কে।
ভালোবাসি ব্রহ্মপুত্র নদকে।
Comments
Post a Comment