সারাদিন অভুক্ত থেকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরাঘুরির নাম "সিয়াম" নয়। বরং গার্লফ্রেন্ড থেকে দূরে থাকার নামই "সিয়াম"।
.
ক্ষুধার্ত পেটে নাটক মুভি দেখে সময় কাটানোকে "সিয়াম" বলে না। সংযমের জন্য মুভি দেখা থেকে বিরত থাকার নামই "সিয়াম"।
.
অনাহার থেকে মাথা গরম করে রিকশাওয়ালাকে থাপ্পর দেওয়াকে "সিয়াম" বলে না। "সিয়াম" তো তাকেই বলে,যে চরম বাজে পরিস্থিতিতেও মানুষের সাথে সদয় ব্যবহার করে।
.
সারাদিন অনাহার থেকে সন্ধ্যাবেলায় গলা পর্যন্ত ডুবিয়ে খাওয়া "সিয়াম" এর শিক্ষা নয়।
সিয়াম তো পরিমিতিবোধ শেখায়। .
মাথা গরম করে কাউকে গালি দেওয়ার নাম "সিয়াম" নয়। বরং কেউ গালি দিলে, " আমি সিয়াম" বলে গালি দেওয়া থেকে বিরত থাকার নামই সিয়াম।
.
অবসর পেয়ে "কে সিয়াম রাখে না" "কার ছেলে-মেয়ে নষ্ট হয়ে গেছে" ইত্যাদিসহ অন্যের গীবত করে সময় কাটানোর নাম "সিয়াম" নয়।
সব ধরনের গীবত করা থেকে বেঁচে থাকার নামই "সিয়াম"।
.
আসন্ন ঈদ উপলক্ষ্যে সেজে-গুজে মার্কেটে ঘুরে বেড়ানো "সিয়াম" এর শিক্ষা নয়।
বরং নিজেকে হেফাজত করা আর চোখের গুনাহ থেকে বেঁচে থাকাই "সিয়াম" এর শিক্ষা।
.
আগেভাগে সেহরী খেয়ে নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে পড়ার নাম "সিয়াম" নয় । বরং সব ওয়াক্ত নামাজ পড়ার নামই "সিয়াম"।
.
রাসুল্লাহ (সাঃ) বলেছেনঃ "ধ্বংস তার জন্য, যে সিয়াম মাস পেল, অথচ নিজেকে সংশোধন করতে পারলো না"।
জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...
Comments
Post a Comment