Skip to main content

শ্বশুর বন্ধু

"বন্ধু আমার ফ্রেন্ড রিকুয়েস্ট টা একসেপ্ট করেন প্লিজ। আমি আপনার ইয়া বড় ফ্যান।" ফিল্টার বক্সে এমন এসএমএস দেখে আমি আইডিটার ভিতর প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই দেখলাম লোকটির বয়স ৫০ বছর একটা লাইক দিয়ে আংকেল কে একসেপ্ট করলাম। একসেপ্ট করার তিন মিনিট পরই দেখলাম তিনি এসএমএস এর বন্যা বইয়ে দিচ্ছে।
-বন্ধু আমি আপনার প্রতিটি গল্প ও স্ট্যাটাস খুব মনযোগ দিয়ে পড়ি। আপনার লেখা পুরুষ নির্যাতন গল্প পড়ার পর থেকে আমি আপনার বড় ফ্যান হয়ে গেছি। এখন আর কোন গল্প মিস করি না। আমি বললাম আপনি ভুল করছেন আমি আপনার ছেলের বয়সি। আমার বয়স মাত্র ২২ বছর চলছে। আমার কথা শেষ না হওয়াতেই তিনি বললেন আরে এটা কোন ব্যাপার না। তোমার গল্প পড়ে আমি এখনো যুবক বয়স ফিল করি। এ জন্য বন্ধু বললাম, মনে হয় আমি এখনো বিয়েই করি নাই। আচ্ছা আমি তোমারে দোস্ত বলে ডাকলে কোন সমস্যা হবে তোমার?
-কেমন একটা দেখায় না আংকেল? আমি আপনার ছেলের বয়সি। আপনি আমাকে তুহিন বলেই ডাইকেন।
-আরে ধুর দোস্ত বললে মন খুলে কথা বলা যায়। আমি তোমাকে দোস্তই বলব। আচ্ছা দোস্ত আমাকে ও আমার বউকে নিয়ে একটা গল্প লিখবে। আমার বয়স ৫০ হয়ছে তাতে কি আমার বউয়ের সাথে আমার সম্পর্ক টা এখনো ২৫ বছরি রোমান্টিকতায় চলে। আমি তোমাকে কিছু কাহিনী শুনাবো, সে গুলোকে সুন্দর রূপ দিয়ে একটা রোমান্টিক গল্প লিখবা।
-আচ্ছা সময় করে আপনার গল্পটা লিখব। এখন আসি আমার গার্লফ্রেন্ড এসএমএস করছে। এখন আপনার এসএমএস টা বন্ধ রাখেন। একটু কথা বলি, তা নাহলে আবার খুব রাগ করবে।
-আচ্ছা কথা বল। তবে একবার দোস্ত বলে ডাকতে হবে।
অবশেষে আমাকে দোস্ত বলাতে বাধ্য করলো। আমি এতটুকোই বললাম,
-আচ্ছা দোস্ত রাখি পরে কথা হবে।"

এদিকে নিশি ১৫ টার মত এসএমএস দিয়ে রেখেছে। একটাও ওপেন করতে পারি নাই। ওপেন করার পরপরই আবার প্রশ্ন ছুড়ে মারলো,
-কার সাথে এত সময় টাংকি মারছিলে?
-আরে এক আংকেল আমাকে এসএমএস দিয়ে জ্বালিয়ে মারছে। বাপ বয়সি লোক বলে দোস্ত বলতে।
-আমার সাথে ফাইজলামি করো? আমি মনে হয় কিছু বুঝি না তাই নাহ্ ? একটা বাপ বয়সি লোক তোমাকে এসএমএস করে জ্বালাবে, তার খেয়ে দেয়ে তো কাজ নেই। আমি সব বুঝে গেছি, তুমি নতুন করে আবার রিলেশনে জড়িয়েছো। আমাকে তো বলতেই পারতে, তাহলে এমন করে তোমার পথের কাটা হয়ে থাকতাম না। আচ্ছা আমার খোজ নেওয়া লাগবে না। তুমি তোমার ঐ আংকেল নামক মেয়েকে নিয়ে থাক।

নিশিকে বোঝাতে আমার টানা ৩ ঘন্টা সময় ব্যয় হল। শেষমেশ মহারানীন অভিমান ভাঙ্গলো। তবে আমাকে আবার বড় এক বিপদে ফেলে দিল। ভাল একটা জব নিতে পারলাম না এরই মধ্যে বলে তাকে নিয়ে পালাতে হবে। পাড়ার কিছু পোলাপান নাকি তার জন্য মজনু সাজছে। কলেজে যাওয়ার সময় খুব ডিস্টার্ব করে, তাই তার বাবা মা তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আর আমার মত বেকারের হাতে তো কখনো দিবেই না। আজ পর্যন্ত তাদের সামনে সাহস করে যেতেই পারলাম না, আর বিয়ে তো দুরের কথা।

খানিকক্ষন বাদে আংকেল, মানে সেই দোস্তটা আবার এসএমএস করা শুরু করলো। আমার ইচ্ছা না থাকার সত্যেও আমাকে বাধ্য করলো রিপ্লে দিতে।
-দোস্ত এখন জ্বালাস না। আমার গার্লফ্রেন্ড আমাকে ৩ দিন সময় দিয়েছে। এর মধ্যে বিয়ে না করতে পারলে অন্য কারও হয়ে যাবে।
ভাবলাম আর এসএমএস করবে না আমাকে। তবে তার বিপরীত হলো, এই কথা শুনার পর এসএমএস এর পর এসএমএস করেই যাচ্ছে। এসএমএস গুলো ঠিক এমন,
-আরে দোস্ত চিন্তা করিস না। আমি থাকতে কোন সমস্যা হবে না। যত প্রকার সহযোগিতা লাগে আমিই করব। দরকার হলে ঐ মেয়েকে তুলে এনে তোর হাতে তুলে দেব। আরে বয়স ৫০ হলেও মন মানসিকতা সেই ইয়াং বয়সের। থাকার কোন সমস্যা হলে আমার বাসায় থাকবি। তারপর তোর বাবা-মাকে বোঝানোর দায়িত্ব আমার।
আংকেলের এমন কথা শুনে মন টা একটু শক্ত হল। রাতেই পালানোর সিদ্ধান্ত নিলাম।

আজ রাতে পালাব, এমন সময় আংকেল মানে দোস্তকে সব বললাম। দোস্ত আমার কথা শুনে সাথে সাথেই চলে আসলো দোস্তকে হেল্প করতে। অনেক খাবার-টাবারসহ দশ হাজার টাকা দিয়ে আমাকেসহ নিশিকে ঢাকার বাসে উঠিয়ে দিল। এবং বললো দোস্ত এই কাহিনী নিয়ে একটা গল্প লিখবি ঢাকায় গিয়ে। তাহলে তোদের প্রেমের মধ্যে আমাদের বন্ধুত্ব পরিচয় টা ফুটে উঠবে। তখন বাংলাদেশের সকল বন্ধু তার বন্ধুদের কে এমনভাবে হেল্প করবে। তাহলে সব প্রেমই হবে সফলতায় ভরপুর।

রাত ১২ টা বাজে বাস ছেড়ে দিছে। দোস্তকে টা টা দিয়ে ঢাকার পানে চললাম। কিছুক্ষণ পর ফেসবুকে ঢুকে দেখি দোস্ত স্ট্যাটাস দিয়েছে,
আজ বন্ধুকে তার প্রেমিকার হাতে তুলে দিলাম। সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন। তারা যেন সারাটা জীবন সুখে থাকতে পারে।

বাসের লাইট অন থাকা অবস্থায় নিশির সাথে একটা সেলফী তুলে বন্ধুকে সেন্ড করলাম। বললাম বন্ধু দেখতো আমাদের কেমন মানিয়েছে?
৫ মিনিট কোন রিপ্লে আসলো না। তারপর বন্ধু আমার বললো,
-বাপ তুই এটা কী করছিস? এটা তো আমার একমাত্র মেয়ে নিশি। তোরা ফিরে আয়, আমি তোদের বিয়ের ব্যাবস্থা করছি।

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...