ধাপ ১ : ব্যবসা নির্বাচন
পোষাক ব্যবসা।
ধাপ ২ : পণ্য নির্বাচন
প্রাথমিকভাবে টি-শার্ট, পোলো শার্ট ও জিন্স।
ধাপ ৩ : ভোক্তা নির্বাচন
যেহেতু আমাদের পণ্য টি-শার্ট, পোলো শার্ট ও জিন্স, পণ্যগুলোর চাহিদা যুবদের মধ্যেই সবচেয়ে বেশী। তাই আমরা যুব অন্তর্ভূক্ত যুবকদের নির্বাচন করলাম যাদের বয়স ১৮-৩৫ বৎসরের মধ্যে।
ধাপ ৪ : মার্কেট/বাজার নির্বাচন
আপনি কোথায় আপনার পণ্যগুলো যুবকদের নিকট বিক্রয় করবেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার নিজস্ব মার্কেটিং পদ্ধতি থাকতে পারে। বন্ধুমহলে, খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করতে পারেন। আপনার নিজের এলাকায় (গ্রাম বা জেলা শহরে) হলে সবচেয়ে ভালো হয়।
ধাপ ৫ : পণ্য ক্রয় প্রক্রিয়া
টি-শার্ট, পোলো শার্ট ও জিন্স আপনি আমাদের কাছ থেকে পাইকারী মূল্যে ক্রয় করবেন। প্রতিটি টি-শার্টে আপনার লভ্যাংশ থাকবে ২০-১০০ টাকা। প্রতিটি পোলো শার্টে আপনার লভ্যাংশ থাকবে ৩০-১২০ টাকা। প্রতিটি জিন্সে আপনার লভ্যাংশ থাকবে ৫০-২০০ টাকা। পাইকারী ও খুচরা দুই হিসেবেই। আপনি প্রাথমিকভাবে ১৫,০০০/- টাকার পণ্য (প্রাথমিকভাবে শুধুমাত্র টি-শার্ট) ক্রয় করবেন। পরবর্তীতে আপনার চাহিদা অনুযায়ী বাড়াতে বা কমাতে পারবেন।
Comments
Post a Comment