Skip to main content

কুত্তার বাচ্চা!

এক মেয়েকে দেখলাম তার বয়ফ্রেন্ড কুত্তার বাচ্চা বলে গালি দিচ্ছে ফোনকলেই। ছেলেটি আমার পরিচিত, আমার চোখে চোখ পড়ে যাওয়ায় সে চোখ সরিয়ে মাথা নিচু করে চলে গেল। মাঝেমাঝে "কুত্তার বাচ্চা" বলে আমরা একে অন্যকে গালি দেয়। এবার একটু ভাবা যাক এই ব্যাপারটা নিয়ে-

"কুত্তার বাচ্চা"- জন্মের পর থেকে এই গালিটা শোনেনি এমন বাঙালী খুঁজে পাওয়া যাবেনা। সাধারণত কেউ কোন জঘন্য কাজ করলে, কারো উপর রাগ হলে, মেজাজ বিগড়ে সহসাই আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। রিক্সাওয়ালা ভাড়া নিয়ে দরাদরি করলে হুট করেই বলে উঠি "কুত্তার বাচ্চা " আমাকে চিনিস?!, কারো সাথে তুমুল ঝগড়া লাগলে মাথা গরম করেই আমরা বলে উঠি তোরে মাইরা ফেলামু "কুত্তার বাচ্চা"। চোর, বাটপার, লুচ্চা,ডাকাত,রেপিস্টসহ যত ঘৃণ্য ব্যক্তি আছে সবাইকে ধিক্কার জানাতে আমরা উঠতে বসতে এই "কুত্তার বাচ্চার" মত প্রশংসামূলক বাক্যটি ব্যবহার করে ঐ কুত্তাকেই (কুকুরকেই) অপমান করে থাকি, কেন বলছি কুত্তার বাচ্চা একটা প্রশংসামূলক বাক্য এই প্রশ্ন নিশ্চয় মনে ঘুরপাক খাচ্ছে! এবার আসুন কেন বলছি কুত্তার বাচ্চা একটা কমপ্লিমেন্ট সেটা দেখি :

সেদিন দুপুরে দেখলাম কয়েকটা কাক কি একটা জিনিসকে যেন ঘিরে কা কা করছে আর সেই জিনিসটিকে ঠোকাচ্ছে প্রথমে পাত্তা দিলাম না, কিছুক্ষণ পর দেখলাম দুটো কুত্তা (কুকুর) কোথা থেকে যেন ছুটে এসে কাক গুলো তাড়িয়ে দিল এরপর তার সেখানে ঐ জিনিসটার চারপাশ ঘিরে বসে আছে আর কাকগুলো আসার চেস্টা করলেই তেড়ে যাচ্ছে, ভাবলাম কোন নোংরা জিনিস হবে হয়ত। তারপর দেখলাম এক ভদ্রলোক কাকে যেন ফোন করছে আমি চায়ের দোকানে বসে চা খেতে লাগলাম, খানিকক্ষণ পর দেখলাম পুলিশের গাড়ি এসেছে এবার কুত্তা (কুকুর) দুটো চলে গেল, পুলিশ কি যেন দেখছে, এবার আগ্রহ হল কাছে যেয়ে দেখার। কাছে যেয়ে দেখি একটা সদ্য জন্ম নেয়া মৃত বাচ্চা! বয়স তিন চারদিন হবে হয়ত। পুলিশের লোক অন্য লোক দিয়ে সেটা উঠিয়ে নিয়ে গেল। কিন্তু আমার চোখে শুধু তখন ঐ কুত্তা (কুকুর) দুটোর চেহারা ভাসতে লাগল। একবার ভেবে দেখুন তো - যে কিনা এই বাচ্চার বাবা মা তারা হয়ত তাদের সাময়িক আবেদন পুরন করতে গিয়ে এই নিষ্পাপ প্রানটাকে দুনিয়ায় এনেছিল কিন্তু পরক্ষনেই হুশ ফেরায় এই নিষ্পাপ প্রানের আশ্রয় হয় নর্দমায়! তারা বাবা মা তার জীবন্ত শরীরটাকে নির্লিপ্তভাবে ফেলে দিলেও ঐ কুত্তা (কুকুর) দুটো কিন্তু পরম মমতায়, ভালবেসে তার মৃত শরীরটাকে আগলে রেখেছিল, অন্য কেউ তাকে ছিঁড়ে খাক তারা সেটা চাইনি কিন্তু ওর বাবা মা ঠিকই তাকে ফেলে দিয়ে গেছে পাপ ঢাকতে! সেদিন টিভিতে একট নিউজ দেখলাম এক বিদেশী কুকুর মালিকের বাড়িতে রাতে ডাকাত হানা দেয়ায় ডাকাতদলের সাথে সে অনেক্ষন লড়াই করেছে এক পর্যায়ে ডাকাতদলের চাইনিজ কুড়ালের আঘাতে সে মারা যায়। একবার ভেবে দেখুন সে তার মালিকের প্রতি কতটা অনুগত হলে নিজের জানটা দিয়ে দিতে পারে! একটা গল্প শুনেছিলাম অনেকদিন আগে, মালিকের বাচ্চাকে বাঁচানোর জন্য একটা কুত্তা (কুকুর) অজগরের সাথে লড়ে সেটাকে মেরে ফেলেছিল, মালিক বাড়ি ফিরে দেখে তার বাচ্চা ঘরে নেই খুঁজতে খুঁজতে গিয়ে দেখে কুকুরের মুখে রক্ত, মালিক তখন ভাবে তার ছেলেকে বোধহয় কুত্তাটাই (কুকুরটাই) মেরে ফেলেছে প্রচন্ড রাগে মালিক তার অনুগত কুত্তাটাকে (কুকুরটাকে) গুলি করে মেরে ফেলে। কিছু সুময় পর দেখতে পাই তার বাচ্চা মরা অজগরটার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ততক্ষনে ভুল যা করার তিনি তা করে ফেলেছিলেন। আমাদের চারপাশে অনেক মানুষ আছে যে তার বাবাকে নেশার টাকা না দিতে পারাতে তাকে মেরে ফেলে,যে কয়টা টাকার জন্য তার বন্ধুকে মেরে মাটি চাপা দিয়ে দেয়, আমাদের চারপাশে অনেক লোক আছে যে সামান্য স্বার্থ হাসিলের জন্য আপনজনের অপূরণীয় ক্ষতিটা করে দেয়। আমাদের সমাজে অনেক লোক আছে যারা ক্ষনিকের আবেগ মেটানোর ফসল স্বরুপ একটা জীবন্ত শরীর নর্দমায় ছুড়ে দেয়, অনেক মানুষ আছে যারা বিপদে তার বন্ধুকে /আপনজনকে ছেড়ে চলে যায় আর তাদের ই আমরা "কুত্তার বাচ্চা" বলে গালি দেয়, কিন্তু কখনো কি দেখেছেন একটা কুত্তা বিপদে তার বন্ধুকে ফেলে দিয়ে গেছে? বরং দেখবেন একটা কুত্তা (কুকুর) বিপদে পড়লে আরো চার পাঁচটা আশপাশ থেকে ছুটে আসে, কখনো কোন গল্প শুনেছেন যে একটা কুত্তা (কুকুর) তার মালিকের বিপদে তাকে ছেড়ে ভয়ে পালিয়েছে? শোনেননি কিংবা দেখেনওনি কেননা এই কুত্তাগুলো (কুকুরগুলো) সারাজীবন আমাদেরকে আনুগত্য শিখিয়ে আসছে, যে ভালবাসে তার ভালবাসাকে তারা সম্মান করতে জানে এরা আমাদের মত ভালবাসার প্রতিদানে অসীম কস্ট কিংবা ধোকাতে বিশ্বাসী না। আমার দাদার কুত্তাটা (কুকুরটা) আমার দাদার মৃত্যুর দিনে কেঁদেছিলল (আমি দেখিনি) আর কয়েকদিন পরই মারা গিয়েছিল। এই কুত্তাগুলো (কুকুরগুলো) কখনো কাউকে ধর্ষন করেনা, কারো সাথে বেইমানি করেনা, বিপদে বন্ধুকে ছেড়ে যাইনা, নিষ্পাপ বাচ্চাকে মারতে পারেনা উলটো ভালবেসে আগলে রাখে, এই কুত্তাগুলো (কুকুরগুলো) কখনো মালিকের ভালবাসার প্রতিদানে তাকে ধোকা দেয় না, কস্ট দেয়না বরং ভালবেসে তার জন্য জীবন দেয়। এরকম আনুগত্য, পরোপকারী.. বিপদে পাশে থেকে বন্ধুত্বসুলভ আচরণ করা, ভালবাসার প্রতিদানে অসীম ভালবাসা দেখানো প্রানীটির নামটা নিঃসন্দেহে মহত্বের প্রতীক এবং এই এই কুত্তারবাচ্চা ডাকটা অবশ্যই প্রশংসাসূচক শব্দ। তাই সেই সমস্ত ঘৃণিত, রেপিস্ট, স্বার্থান্বেষী, মুখোশধারীদের, ক্ষণিকের আবেদন মিটিয়ে একটা জ্যান্ত শরীরকে নর্দমায় ফেলে দেয়া মানুষরুপী অমানুষদের "কুত্তার বাচ্চা" 'র মত প্রশংসাসূচক শব্দে উপমিত করে এই প্রানীটিকে অপমান না করায় শ্রেয়, আচ্ছা তাহলে মানুষের মত হুবহু দেখতে এ সমস্ত প্রানীদের কি বলে গালি দেয়া যায়?

© মোঃ শামীম শিহাব

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...