Skip to main content

সুখ ও স্বপ্ন

কোনদিনই বুঝতে পারিনি, এমন একদিন আসবে যখন তোমাকে নিয়ে স্বপ্ন দেখে নিজেকে এত সুখী মনে হবে।
যদি এটা আন্দাজ করতে পারতাম, কিছুতেই তোমাকে হারাতে দিতাম না।
কিন্তু নিয়তির কি খেলা দেখ, আজ আমি সেখানেই নির্বাক দাড়িয়ে আছি।  আর স্বার্থপর মন এখনো তোমাকে একবার দেখবার আশা বুক বেধে আছে।
হ্যা, স্বার্থপরই তো আমার মন! তা নয় তো কি?
যদি স্বার্থপর নাই হত, তাহলে এখন কেন এসব আশা করে? আগে কোথায় ছিল এসব আশা? কেন আমাকে বলেনি, তোমার মাঝেই আমার সকল সুখ, সকল ভালবাসা নিহিত।
যদি কখনো একটা বার শুধু আমাকে বলত, "ওকে হারাতে দিবি না।"
তাহলে যেকোনো মূল্যেই তোমাকে আমার করে রাখতাম। কখনো হারাতে দিতাম না।
আমার কি? আমি তো কোন না কোন ভাবে দিন পার করে দিব। কিন্তু মনটার কি হবে? রাতটা তো আর আমার আয়ত্তে নেই। রাত তো মনেরই দখলে।
আমি না হয় দু-একবার স্বপ্নে তোমার দর্শন পেলেই মহাসিন্ধু হাতে পেয়ে যাই। সুখের সাগরে ডুবে যাই।  শুধু তোমার মুখখানি এক ঝলক স্বপ্নে দেখেই।
কিন্তু মন! ও তো স্বার্থপর! এতে তুষ্টি মিলে না ওর। রাতটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে ভাবতে শুরু করে তোমাকে নিয়ে। নিজে নিজেই আতর্নাদ করতে থাকে ভেতর থেকে। ওর আতর্নাদ শুনে চোখ দুটোও কেন জানি ভিজে উঠে আমি কিছু বুঝে উঠার আগেই। শত চেষ্টা করেও কাউকেই থামাতে পারি না আমি।
আজকাল তো আরও বেপরোয়া হয়ে যাচ্ছে  মনটা।  যখন তখন উৎপাত শুরু করে দেয়। আর ওর এসবের সাথে মেতে উঠে চোখ দুটোও।
এসবে আমারও যে খুব একটা খারাপ লাগে তা না। কিন্তু আমি তো আর মনের মত স্বার্থপর হতে পারি না।
তারপরও মনের একটা কথার সাথে আমি একমত পোষণ করি। কথাটা কি জান?
কথাটা শুনে তুমি আবার আমাকেই স্বার্থপর ভেব না।
মাঝে মাঝে আমিও ভাবি, "তোমাকে স্বপ্নে এক ঝলক দেখাতেই আমার সর্বত্র এত সুখ, এত শান্তি; আর তুমি স্বয়ং আমার পাশে থাকলে কি জানি হত?"
হয়তো সেই পরম সুখ আমার সহ্যক্ষমতার বাইরে, তাই আল্লাহ তোমাকে আমার কাছে দূরেই রেখেছেন। কিন্তু এতটুকু দূর করতে পারেননি মনের কাছ থেকে।
ভাল থেকো তুমি। নিজের খেয়াল রেখ।।

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...