প্রশ্ন – ১. ফ্যাশন বলতে কি বুঝ?
উত্তরঃ ফ্যাশন বলতে স্টাইল,
পরিবর্তন এবং গ্রহণযোগ্যতার সমষ্টিকে বুঝায়। মানুষের রুচিবোধ সমন্বিত ডিজাইন যখন
সবার মাঝে প্রচলন শুরু হয়, তখন তাকে ফ্যাশন বলে।
প্রশ্ন – ২. স্টাইল বলতে কি বুঝ?
উত্তরঃ কোন মানুষের একান্ত
নিজস্ব রুচিবোধ বা ডিজাইনকে স্টাইল বলে।
প্রশ্ন – ৩. ফ্যাশন কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার। যথাঃ ক. পুরুষের
পোশাক, খ. মহিলাদের পোশাক ও গ. বাচ্চাদের পোশাক।
প্রশ্ন – ৪. ব্র্যান্ড নাম কাকে
বলে?
উত্তরঃ একটি নির্দিষ্ট
প্রস্তুতকারকের তৈরিকৃত একটি নির্দিষ্ট পোশাকের বাণিজ্যিক নামকে ব্র্যান্ড নাম
বলে।
প্রশ্ন – ৫. কস্টিউম বলতে কি
বুঝ?
উত্তরঃ ফ্যাশনের ক্ষেত্রে সময়
উপযোগী এবং মানানসই পোশাক-পরিচ্ছেদকে কস্টিউম বলে।
প্রশ্ন – ৬. ফ্যাশন চক্র কি?
উত্তরঃ কোন একটি পোশাকের
ডিজাইনের মৃত্যু ঘটলে পুনরায় যদি ঐ ডিজাইনের প্রচলন শুরু হয়, তখন তাকে ফ্যাশন চক্র
বলে।
প্রশ্ন – ৭. কোন শহরকে ফ্যাশনের
রাজধানী বলা হয়?
উত্তরঃ ফ্রান্সের প্যারিস কে,
একে হলিউড ও বলা হয়।
প্রশ্ন – ৮. ফ্যাশনের লিডার কাকে
বলা হয়?
উত্তরঃ ফ্রান্স কে ফ্যাশনের লিডার
বলা হয়।
প্রশ্ন – ৯. লস অ্যাঞ্জেল-এ কত
সংখ্যক স্থায়ী ফ্যাশন শো-রুম আছে?
উত্তরঃ ১৫০০ স্থায়ী ফ্যাশন
শো-রুম।
প্রশ্ন – ১০. প্রিট-এ-পোর্টার
শব্দের অর্থ কি?
উত্তরঃ রেডি-টু-ওয়্যার।
প্রশ্ন – ১১. কয়েকজন জাতীয় ফ্যাশন
প্রবর্তকের নাম কিখ।
উত্তরঃ বিবি রাসেল, কানিজ
আলমাস, কৌশিক আহমেদ, ইশিপতা জাহান।
প্রশ্ন – ১২. কয়েকজন আন্তর্জাতিক
ফ্যাশন উদ্ভাবকের নাম লিখ।
উত্তরঃ কার্ল লেজার ফিল্ড, অ্যালেকজান্ডার
ম্যাকিন, জন গ্যালিয়ান্স, টম ফোর্ড, জেনিফা লোপেজ, ওসার ডেলা রেন্টা।
প্রশ্ন – ১৩. লাইন ডেভেলপমেন্ট কাকে
বলে?
উত্তরঃ ফ্যাশন এর প্রবর্তন,
বিক্রয় ও মান উন্নয়নকে যখন সামগ্রিকভাবে ডেভেলপ করা হয়, তখন তাকে লাইন ডেভেলপমেন্ট
বলে।
প্রশ্ন – ১৪. লাইন ডেভেলপমেন্ট
কিভাবে করা যায়?
উত্তরঃ আইটেম বা গ্রুপ
দ্বারা।
প্রশ্ন – ১৫. কালারের ডাইমেনশন
তিনটি কি কি?
উত্তরঃ লাইন, ভ্যালু,
ইনটেনসিটি।
প্রশ্ন – ১৬. ডিজাইনের নীতিমালা
লিখ।
উত্তরঃ ৪টি। যথাঃ ক. আনুপাতিক
হার, খ. ব্যালেন্স, গ. পুনরাবৃত্তি, এবং ঘ. এমফাসিস।
প্রশ্ন – ১৭. ব্যালেন্স বলতে কি
বুঝ?
উত্তরঃ ডিজাইনের দর্শনীয়
ওজনকে বুঝায়।
প্রশ্ন – ১৮. পুনরাবৃত্তি বা
রিপিটিশন বলতে কি বুঝ?
উত্তরঃ সেন্স অব মুভমেন্ট কে
বুঝায়।
প্রশ্ন – ১৯. এমফাসিস বলতে কি
বুঝ?
উত্তরঃ সেন্টার অব ইন্টারেস্ট
কে বুঝায়।
প্রশ্ন – ২০. স্যাম্পল
গার্মেন্টস কেন তৈরি করা হয়?
উত্তরঃ ক্রেতার অনুমোদন নেয়ার
জন্য।
প্রশ্ন – ২১. বিশ্বে প্রতিবছর কি
পরিমাণ জুতা বা ফুটওয়ার তৈরি করা হয়?
উত্তরঃ সাত বিলিয়ন জোড়া।
প্রশ্ন – ২২. দু’জন আন্তর্জাতিক জুতা
ডিজাইনারের নাম লিখ।
উত্তরঃ ম্যানলো ব্লাহনিক,
রবার্ট ক্লেগেরিক।
প্রশ্ন – ২৩. ফ্যাশন ডিজাইনের
উপকরণগুলো কোন কোন দেশে তৈরি করা হয়?
উত্তরঃ চীন, ফিলিপাইন,
ইস্টার্ন ইউরোপ, দক্ষিণ আফিকা, ইউ.এস.এ।
প্রশ্ন – ২৪. উল ও কটন এর পোশাক
সেলাইয়ের জন্য কোন ধরনের সুতা ব্যবহার করা হয়?
উত্তরঃ ১০০% কটন সুতা ও পলিয়েস্টার
সুতা।
প্রশ্ন – ২৫. স্কিন ও হাইড কাকে
বলে?
উত্তরঃ স্কিনঃ ছোট পশু থেকে
সংগৃহীত চামড়াকে স্কিন বলে। যেমন – ছাগল, ভেড়া, খরগোশ ইত্যাদি।
হাইডঃ বড় পশু থেকে সংগৃহীত
চামড়াকে হাইড বলে। যেমন – গরু, মহিষ, উঠ ইত্যাদি।
প্রশ্ন – ২৬. বিক্রয়ের জন্য
ব্যবহৃত সহায়ক যন্ত্রপাতির নাম লিখ।
উত্তরঃ ক্যাটালগ, টেলিভিশন,
ইন্টারনেট।
প্রশ্ন – ২৭. অ্যাপারেল
গার্মেন্টস এর কয়েকটি আন্তর্জাতিক বাজারের নাম লিখ।
উত্তরঃ আমেরিকা, কানাডা,
জাপান, ফ্রান্স, জার্মানি, ইতালি ইত্যাদি।
প্রশ্ন – ২৮. এ.ডি.আই এর সংজ্ঞা
দাও।
উত্তরঃ কম্পিউটারের মাধ্যমে
অনলাইনে ক্রেতা ও বিক্রেতার মধ্যে তথ্য আদান-প্রদান করাকেই এ.ডি.আই বলে।
প্রশ্ন – ২৯. অনলাইন শপিং কাকে
বলে?
উত্তরঃ একটি একটি ইলেকট্রনিক E.E শপিং ব্যবস্থা, যাতে CD Room
Internet এবং Online ব্যবস্থার সাথে সংযুক্ত
থাকে।
প্রশ্ন – ৩০. খুচরা ব্যবসা কাকে
বলে?
উত্তরঃ উৎপাদনকারী বা পাইকারী
ব্যবসায়ী থেকে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় করার যাবতীয়
কার্যাবলিকে খুচরা ব্যবসা বলে।
প্রশ্ন – ৩১. শাইন কাকে বলে?
উত্তরঃ পোশাককে আরো বেশি
চাকচিক্য প্রদান করাকে শাইন বলে।
প্রশ্ন – ৩২. ফার বলতে কি বুঝ?
উত্তরঃ পশুর অতি কোমল লোম।
প্রশ্ন – ৩৩. প্লিট কি?
উত্তরঃ কাপড়ের প্রান্তকে ভাঁজ
করে কাপড়কে শক্ত করাকে প্লিট বলে।
প্রশ্ন – ৩৪. স্কেচ কাকে বলে?
উত্তরঃ যন্ত্রপাতি ছাড়া শুধুমাত্র পেন্সিল এবং ইরেজার
দ্বারা যা অঙ্কন করা হয়, তাকে স্কেচ বলে।
প্রশ্ন – ৩৫. ডিজাইন কাকে বলে?
উত্তরঃ যখন কোন বস্তু বা
পোশাকের উপর বিভিন্ন ধরনের নকশা অঙ্কন করে উক্ত বস্তু বা পোশাকের সৌন্দর্য বৃদ্ধি
করে মানুষের নিকট আকর্ষনীয় করে তোলা হয়, তখন তাকে ডিজাইন বলে।
প্রশ্ন – ৩৬. পোশাকের
স্টাইলাইজেশন কাকে বলে?
উত্তরঃ এক পোশাকে থেকে অন্য
পোশাকের কিছু বৈশিষ্ট্য পার্থক্যজনিত বৈশিষ্ট্যকে স্টাইলাইজেশন বলা হয়।
প্রশ্ন – ৩৭. ড্রইং এর জন্য কোন
টেবিল ব্যবহৃত হয়?
উত্তরঃ ড্রাফটিং টেবিল।
প্রশ্ন – ৩৮. পেন্সিলের শিষ কি
দিয়ে তৈরি?
উত্তরঃ গ্রাফাইট।
প্রশ্ন – ৩৯. বর্তমানে ড্রইং
পেন্সিলে কত ধরনের শিষ ব্যবহৃত হয়?
উত্তরঃ চার ধরনের শিষ।
প্রশ্ন – ৪০. পেন্সিল কতটি
গ্রেডে তৈরি করা হয়?
উত্তরঃ ১৮টি।
প্রশ্ন – ৪১. লিঞ্জারি কথার অর্থ
কি?
উত্তরঃ অন্তর্বাস অর্থাৎ ব্রেসিয়ার
বা ব্রা।
প্রশ্ন – ৪২. ব্রা কত ধরনের?
Comments
Post a Comment