প্রশ্ন – ১. টেক্সটাইল র
ম্যাটারিয়ালস কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত ফাইবারের
ন্যূনতম দৈর্ঘ্য, শক্তি, সূক্ষ্মতা, নমনীয়তা, সমতা, স্থিতিস্থাপকতা, আর্দ্রতা
ধারণক্ষমতা, রেসিলিয়েন্সি, তাপ পরিবাহিকতা এবং রং করার ক্ষমতা ইত্যাদি বজায় থাকে,
তাকে টেক্সটাইল র ম্যাটারিয়ালস বলে।
প্রশ্ন – ২. শক্তি বা টেনাসিটির
একক কি?
উত্তরঃ গ্রাম/ডেনিয়ার অথবা
গ্রাম/টেক্স।
প্রশ্ন – ৩. প্রাকৃতিক সবচেয়ে
শক্তিশালী ফাইবারের নাম কি?
উত্তরঃ রেমি ফাইবার।
প্রশ্ন – ৪. আঁশের লিনিয়ন
ডেনসিটি কাকে বলে?
উত্তরঃ আঁশের একক দৈর্ঘ্যের ওজনকে
বুঝায়।
প্রশ্ন – ৫. রেসিলিয়েন্সি বলতে
কি বুঝ?
উত্তরঃ ফাইবার বা কাপড় টান,
পাক বা ভাঁজের দ্বারা বিকৃত হওয়ার পর পূর্বাবস্থায় ফিরে আসার যে ক্ষমতা তাই হল
রেসিলিয়েন্সি।
প্রশ্ন – ৬. সি.বি.সি ও জুটেক্স
কাকে বলে?
উত্তরঃ সি.বি.সি হল – কার্পেট ব্যাকিং ক্লথ
আর জুটেক্স হল – জুট + কটন।
প্রশ্ন – ৭. লিনেন ফাইবারের
দৈর্ঘ্য ও ব্যাস কত?
উত্তরঃ দৈর্ঘ্য ১০ থেকে ৪০ ইঞ্চি এবং ব্যাস ১৪.৫
মাইক্রন।
প্রশ্ন – ৮. উল ফাইবারের দৈর্ঘ্য
ও ব্যাস কত?
উত্তরঃ দৈর্ঘ্য ২ থেকে ৮
ইঞ্চি এবং ব্যাস ১২ থেকে ৭০ মাইক্রন।
প্রশ্ন – ৯. উল কোন শ্রেণীর
ফাইবার?
উত্তরঃ প্রাকৃতিক প্রোটিন
ফাইবার।
প্রশ্ন – ১০. সিল্ক ফাইবারের
দৈর্ঘ্য ও ব্যাস কত?
উত্তরঃ দৈর্ঘ্য ৩০০ থেকে ১০০০
গজ এবং ব্যাস ৯ থেকে ১০ মাইক্রন।
প্রশ্ন – ১১. রেশম কোন পোকার
থেকে তৈরি করা হয়?
উত্তরঃ পলু পোকা থেকে।
প্রশ্ন – ১২. রেশম আঁশে শতকরা
কতভাগ সেরিসিন বা আঠালো পদার্থ থাকে?
উত্তরঃ শতকরা ২০ ভাগ।
প্রশ্ন – ১৩. সিল্ককে প্রধানত
কয়ভাগে ভাগ করা হয়?
উত্তরঃ দুইভাগে। যথাঃ ক. মালবেরী
সিল্ক, খ. ওয়াইল্ড সিল্ক।
প্রশ্ন – ১৪. কার্পেট উল কাকে
বলে?
আঁশের দৈর্ঘ্য ৯ থেকে ১৫
ইঞ্চি ও আঁশ মোটা হলে তাকে কার্পেট উল বলে।
প্রশ্ন – ১৫. কৃত্রিম ফাইবার
পরীক্ষামূলকভাবে প্রথম কত সালে আবিষ্কার হয়?
উত্তরঃ ১৮৫৭ সালে।
প্রশ্ন – ১৬. পলিয়েস্টার কি
ধরনের ফাইবার?
উত্তরঃ উচ্চ পলিমার বিশিষ্ট
কৃত্রিম ফাইবার।
প্রশ্ন – ১৭. রিজেনারেটেড ফাইবার
কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক.
রিজেনারেটেড প্রোটিন, খ. রিজেনারেটেড সেলোলুজ।
প্রশ্ন – ১৮. বাণিজ্যিকভাবে
উৎপাদিত দুই ধরনের রেয়ন এর নাম লিখ।
উত্তরঃ উত্তরঃ ভিসকোস ও হাই
ওয়েট মেডুলাস।
প্রশ্ন – ১৯. ভিসকোস রেয়ন
প্রস্তুতির কাঁচামালগুলো কি কি?
উত্তরঃ কটন লিন্টার্স, বাঁশের
মন্ড ও কাঠের মন্ড ইত্যাদি।
প্রশ্ন – ২০. ভিসকোস রেয়ন কোন ডাই দ্বারা রং করা হয়?
উত্তরঃ ডাইরেক্ট, ভ্যাট ও
সালফার ডাই দ্বারা।
প্রশ্ন – ২১. পলিমার কি?
উত্তরঃ ক্যাপরোলাকটানকে তরল
অবস্থায় ছেঁকে অত্যাধিক তাপ ও চাপে যে তরল পদার্থ হয়, তাকে পলিমার বলে।
প্রশ্ন – ২২. পলিমারাইজেশন কি?
উত্তরঃ পলিমার তৈরির পদ্ধতিকে
পলিমারাইজেশন বলে।
প্রশ্ন – ২৩. পলিয়েস্টার ফাইবারের টেনাসিটি কত?
উত্তরঃ ৪.৫ থেকে ৫.০
গ্রাম/ডেনিয়ার।
প্রশ্ন – ২৪. সিনথেটিক উল কাকে বলে?
উত্তরঃ কিছুটা উলের মত
গুনাগুনের কারণে অ্যাকরাইলিক ফাইবারকে সিনথেটিক উল বলা হয়।
Comments
Post a Comment