Skip to main content

Maintenance of Garments Manufacturing Machine


প্রশ্ন ১. মেশিন ডিজাইন বলতে কি বুঝ?
উত্তরঃ মেশিন ডিজাইন বলতে একটি নতুন উন্নত মেশিন প্রস্তুতকরণ, বিভিন্ন যন্ত্রাংশের উন্নয়ন অথবা বর্তমানে ব্যবহৃত কোন মেশিনের সার্বিক উন্নয়নকে বুঝায়।
প্রশ্ন ২. এলিমেন্ট অব মেশিন ডিজাইন বলতে কি বুঝ?
উত্তরঃ একটি নতুন উন্নত মেশিন প্রস্তুতকরণ, বিভিন্ন যন্ত্রাংশের উন্নয়ন অথবা বর্তমানে ব্যবহৃত কোন মেশিনের সার্বিক উন্নয়ন করতে যেসব উপাদান প্রয়োজন হয়, তাকে এলিমেন্ট অব মেশিন ডিজাইন বলে।
প্রশ্ন ৩. বিভিন্ন ধরনের বেল্ট এর নাম লিখ।
উত্তরঃ চ্যাপ্টা বেল্ট, ভী-বেল্ট, বিবড বেস্ট, দাঁতযুক্ত বা টাইমিং বেল্ট, গোলাকার বেল্ট ইত্যাদি।
প্রশ্ন ৪. ক্লাচ কাকে বলে?
উত্তরঃ একটি চালিত শ্যাফটকে অন্য একটি চালিত শ্যাফট এর সাথে ইচ্ছামাফিক সংযোজন ও বিচ্ছিন্ন করার জন্য যে যান্ত্রিক অংশ ব্যবহার করা হয়, তাকে ক্লাচ বলে।
প্রশ্ন ৫. ব্রেক কাকে বলে?
উত্তরঃ কোন মেশিন বা ইঞ্জিনের গতিকে কমানো, সমগতিতে চালানো বা স্থির অবস্থায় আনয়নের জন্য যে যন্ত্রাংশের সাহায্যে কৃত্রিম ঘর্ষণজনিত বল প্রয়োগ করা হয়, তাকে ব্রেক বলে।
প্রশ্ন ৬. লোড কাকে বলে?
উত্তরঃ কোন যান্ত্রিক অংশে যেকোন বাহ্যিক বল কাজ করলে তাকে লোড বলে।
প্রশ্ন ৭. ঘর্ষণ সহগ কি?
উত্তরঃ দুটি বস্তুর মধ্যকার সর্বোচ্চ ঘর্ষণ বল ও অভিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে ঘর্ষণ সহগ বলে।
প্রশ্ন ৮. ঘর্ষণ সহগ নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তরঃ µ = F/R.
প্রশ্ন ৯. পুলি কি?
উত্তরঃ দুটি শ্যাফটে আটকানো যে চাকায় বেল্ট দ্বারা বেষ্টন করা হয়, তাকে পুলি বলে।

প্রশ্ন ১০. রক্ষণাবেক্ষণের ধাপ কয়টি?
উত্তরঃ ৬ টি।
প্রশ্ন ১১. লুব্রিক্যান্ট কেন করা হয়?
উত্তরঃ মেশিনের বিভিন্ন ঘূর্ণনশীল যন্ত্রাংশকে এর মধ্যকার ঘর্ষণজনিত ক্ষয়হ্রাস ও বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে লুব্রিক্যান্ট করা হয়।
প্রশ্ন ১২. হাইড্রোলিক প্রেসের কাজ কি?
উত্তরঃ অধিক চাপের কোন বস্তুকে সংকোচন করা।
প্রশ্ন ১৩. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরামদায়ক পরিবেশ সৃষ্টি হয়?
উত্তরঃ ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
প্রশ্ন ১৪. হিউমিডিফিকেশন বা আর্দ্রতা বৃদ্ধিকরণ কাকে বলে?
উত্তরঃ বাতাসে ড্রাই বাল্ব তাপমাত্রার পরিবর্তন না করে বাতাসে আর্দ্রতা বাড়ানোকে আর্দ্রতা বৃদ্ধিকরণ বলে।
প্রশ্ন ১৫. আর্দ্রতা হ্রাসকরণ কাকে বলে?
উত্তরঃ বাতাসে ড্রাই বাল্ব তাপমাত্রার পরিবর্তন না করে বাতাস থেকে আর্দ্রতা অপসারণ করাকে আর্দ্রতা হ্রাসকরণ বলে।
প্রশ্ন ১৬. ফিল্ট্রেশন বলতে কি বুঝ?
উত্তরঃ শিল্পকারখানায় ধুলাবালি, ময়লা ও অপদ্রব্য মিশ্রিত বাতাসকে ছাঁকন পদ্ধতির মাধ্যমে পরিশোধন করাকে ফিল্ট্রেশন বলে।
প্রশ্ন ১৭. গার্মেন্টস কারখানায় ড্রিল মেশিন কি কাজে ব্যবহার করা হয়?
উত্তরঃ ফ্রেব্রিক ছিদ্র করার জন্য।
প্রশ্ন ১৮. গার্মেন্টস প্রতিষ্ঠানের মৌলিক বিষয়গুলো কি কি?
উত্তরঃ মানুষ, মেশিন ও দ্রব্য বা কাঁচামাল।
প্রশ্ন ১৯. বাংলাদেশ কারখানা আইন কত সালে চালু হয়?
উত্তরঃ ১৯৬৫ সালে।
প্রশ্ন ২০. কারখানা আইন অনুসারে কারখানায় নিয়োজিত শ্রমিকের স্বাস্থ্য সংক্রান্ত বিধানসমূহ কত ধারায় আছে?
উত্তরঃ ১২ থেকে ২১ ধারায়।
প্রশ্ন ২১. কারখানা আইন অনুসারে কারখানায় নিয়োজিত শ্রমিকের নিরাপত্তা বিধানসমূহ কত ধারায় আছে?
উত্তরঃ ২২ থেকে ৪৪ ধারায়।
প্রশ্ন ২২. বেপজা এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ চট্রগ্রামে (বিধি ৪)।

Comments

Popular Posts

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...