Skip to main content

Garments Production Planning and Control



প্রশ্ন ১. পরিকল্পনা বলতে কি বুঝ?
উত্তরঃ একটি কাজ কখন কিভাবে শুরু বা শেষ করবে ইত্যাদি বিষয়গুলো পূর্ব হতে স্থির করাই হচ্ছে পরিকল্পনা।
প্রশ্ন ২. গার্মেন্টস উৎপাদন পরিকল্পনার শিডিউল কয় প্রকার ও কি কি?
উত্তরঃ তিন প্রকার। যথাঃ ক. সুইং শিডিউল, খ. কাটিং শিডিউল, গ. ফেব্রিক ডেলিভারি শিডিউল।
প্রশ্ন ৩. শ্রমের সংজ্ঞা দাও।
উত্তরঃ উৎপাদন কাজে পারিশ্রমিকের বিনিময়ে কর্ম প্রচেষ্টাকে শ্রম বলে।
প্রশ্ন ৪. মেশিনের উৎপাদন দক্ষতা বলতে কি বুঝ?
উত্তরঃ একটি মেশিন প্রতি ঘন্টায় কি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারে, তাকেও সেই মেশিনের উৎপাদন দক্ষতা বলে।
প্রশ্ন ৫. যন্ত্রপাতি পরিকল্পনার সংজ্ঞা দাও।
উত্তরঃ ফলপ্রসূ উৎপাদনের জন্য যন্ত্রপাতির সঠিক ব্যবহারের নীতিমালা তোইরি করাকে যন্ত্রপাতি পরিকল্পনা বলে।
প্রশ্ন ৬. যন্ত্রপাতি পরিকল্পনার উপকনন গুলোর নাম লিখ।
উত্তরঃ কাঁচামাল, কারখানা, মেশিনারি, কার্য নিরীক্ষা, সময় নিরীক্ষা, গতি নিরীক্ষা, কার্য পরিমাপ ইত্যাদি।
প্রশ্ন ৭. সময় নিরীক্ষা বা টাইম স্টাডি বলতে কি বুঝায়?
উত্তরঃ সময় নিরীক্ষা হচ্ছে কার্যের প্রকৌশল বিশ্লেষণ, যার সাহায্যে নির্দিষ্ট কার্য সম্পাদন করতে কত সময়ের প্রয়োজন তা নির্ধারন করাকে বুঝায়।
প্রশ্ন ৮. নরমাল টাইম বলতে কি বুঝ?
উত্তরঃ একটি কাজ শতভাগ দক্ষতার সাথে সম্পাদন করতে যে সময়ের প্রয়োজন, তাকে নরমাল টাইম বলে।
প্রশ্ন ৯. এলিভেটর কী কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ মালামাল উপরে-নিচে উঠানামার কাজে।
প্রশ্ন ১০. শিল্প পণ্য কাকে বলে?
উত্তরঃ যে সকল উপকরণ শিল্প উৎপাদন কার্যে সহায়তা করে, তাকে শিল্প পণ্য বলে।
প্রশ্ন ১১. অবিমিশ্র গবেষণা কি?
উত্তরঃ অবিমিশ্র গবেষণা দ্বারা বুঝা যায় দ্রব্যটির উপর প্রকৃতির কি ধরনের প্রভাব আছে।
প্রশ্ন ১২. মজুত মালের সংজ্ঞা দাও।
উত্তরঃ মজুত মাল হল একটি প্রতিষ্ঠানের ঐ সকল অলস সম্পদ, যার অর্থনৈতিক মূল্য আছে এবং ভবিষ্যৎ মেটানোর জন্য ব্যবহৃত হয়।
প্রশ্ন ১৩. মিতব্যয়ী ফরমায়েশের ছকটি লেখ।
উত্তরঃ
সর্বনিম্ন ডেলিভারি সময়
সর্বনিম্ন পরিবহণ ব্যয়
সর্বনিম্ন মজুত ব্যয়
প্রশ্ন ১৪.শিডিউলিং কি?
উত্তরঃ শিডিউলিং হচ্ছে নির্দিষ্ট কার্যসম্পাদনের জন্য একটি সাধারণ সময়সূচি নির্ধারণ করা, যাতে পরকল্পিত সময়ের মধ্যে কার্যাবল সমাপ্ত করা যায়।
প্রশ্ন ১৫. জাস্ট ইন টাইম কি?
উত্তরঃ জাস্ট ইন টাইম একটি প্রক্রিয়া, যার মাধ্যমে উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল যথাসময়ে সরবরাহ করাকে বুঝায়।
প্রশ্ন ১৬. গ্যান্ট চার্ট কি?
উত্তরঃ যে চিত্রের মাধ্যমে বর্তমান কাজের অগ্রগতি, সম্পাদিত কাজের রেকর্ড ও ভবিষ্যতের জন্য পরিকপ্লনা ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাকে গ্যান্ট চার্ট বলে।
প্রশ্ন ১৭. মেশিন শিডিউলিং কি?
উত্তরঃ কোন নির্দিষ্ট ফরমায়েশের জন্য মেশিনের সময় নির্ধারণ করা এবং কার্য টিকখন মেশিনে সম্পাদন করা হবে তা স্থির করাকে মেশিন শিডিউলিং বলে।

Comments

Popular Posts

টেক্সটাইল ডাইং কেমিক্যাল গুলির নাম এবং ব্যবহার

ডাইং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যালগুলোর নাম এবং ব্যবহার জেনে নিন : ১. সোডা  :  কালার ফিক্সং  করে কোভেলেন্ট বন্ড তৈরি করে। তাছাড়া PH কন্ট্রোল , ফেব্রিকের এবজরবেন্সি বাড়ানোর জ...

নামাযের প্রয়োজনীয় দোয়া ও তাসবীহ সমূহ

জায়নামাযে দাঁড়ানোর দোয়া اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ حَنِيْفًا وَّمَا اٰنَا مِنَ الْمُشْرِكِيْنَ- উচ্চারণ-ইন্নি ওয়াজ্জা...

হুমায়ুন আহমেদ - এর উক্তি সমূহ

১. পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালবাসা। ২. ভালোবাসা ও ঘৃনা দুটোই মানুষের চোখে লিখা থাকে। ৩. একজন সুন্দরী মেয়ের সঙ্গে দেখা ও তাকে অসুন্দর হিসেবে আবিষ্কার করার মধ্যবর্তী স...