প্রকৃতির অমোঘ নিয়মে আরো
একটি বছর মহাকালের গর্ভে হারিয়ে গেল। রেখে গেল সঙ্কটাকীর্ণ জাতীয় জীবনের
যত গ্লানি। কবির ভাষায় ‘চৈত্রের বিশীর্ণ পাতা রেখে গেছে শেষ শীর্ণ
সালতামামীর।’ তবুও সূর্য ওঠে। জীবনের অর্থই হলো অনন্ত আশাবাদ। রাত যত গভীরই হোক
সুবেহ সাদিক অত্যাসন্ন। পলায়নী মনোবৃত্তি নয়, বৈশাখের কালো ঘোড়া শেষ অবধি হাঁক
দেয় : ‘কালবৈশাখীর দেশে চল যাই। বাসা বাঁধি নিশ্চিন্ত নির্ভয়ে।
আজ ভোরে পুব আকাশে যে নতুন সূর্য উঠবে, সেটি আরো একটি বৈশাখ মাসের প্রথম দিনের, আরো একটি বছরের সূচনা ঘটাবে। এই নতুন সূর্যের আলোর ফোয়ারা নির্যাতিতের শত দুঃখ, গ্লানি, দুর্দশা, হানাহানি, খুন, রাহাজানি ভুলিয়ে সবার জীবনে সুখের বার্তা বয়ে নিয়ে আসবে সেই প্রত্যাশায় স্বাগত বাংলা নববর্ষ ১৪২৩।
আজ ভোরে পুব আকাশে যে নতুন সূর্য উঠবে, সেটি আরো একটি বৈশাখ মাসের প্রথম দিনের, আরো একটি বছরের সূচনা ঘটাবে। এই নতুন সূর্যের আলোর ফোয়ারা নির্যাতিতের শত দুঃখ, গ্লানি, দুর্দশা, হানাহানি, খুন, রাহাজানি ভুলিয়ে সবার জীবনে সুখের বার্তা বয়ে নিয়ে আসবে সেই প্রত্যাশায় স্বাগত বাংলা নববর্ষ ১৪২৩।
প্রকৃতির
অমোঘ নিয়মে আরো একটি বছর মহাকালের গর্ভে হারিয়ে গেল। রেখে গেল সঙ্কটাকীর্ণ
জাতীয় জীবনের যত গ্লানি। কবির ভাষায় ‘চৈত্রের বিশীর্ণ পাতা রেখে গেছে শেষ
শীর্ণ সালতামামীর।’ তবুও সূর্য ওঠে। জীবনের অর্থই হলো অনন্ত আশাবাদ। রাত যত
গভীরই হোক সুবেহ সাদিক অত্যাসন্ন। পলায়নী মনোবৃত্তি নয়, বৈশাখের কালো ঘোড়া
শেষ অবধি হাঁক দেয় : ‘কালবৈশাখীর দেশে চল যাই। বাসা বাঁধি নিশ্চিন্ত
নির্ভয়ে।
আজ ভোরে পুব আকাশে যে নতুন সূর্য উঠবে, সেটি আরো একটি বৈশাখ মাসের প্রথম দিনের, আরো একটি বছরের সূচনা ঘটাবে। এই নতুন সূর্যের আলোর ফোয়ারা নির্যাতিতের শত দুঃখ, গ্লানি, দুর্দশা, হানাহানি, খুন, রাহাজানি ভুলিয়ে সবার জীবনে সুখের বার্তা বয়ে নিয়ে আসবেÑ সেই প্রত্যাশায় স্বাগত বাংলা নববর্ষ ১৪২৩। - See more at: http://www.dailynayadiganta.com/detail/news/110153#sthash.052vUp3U.dpuf
আজ ভোরে পুব আকাশে যে নতুন সূর্য উঠবে, সেটি আরো একটি বৈশাখ মাসের প্রথম দিনের, আরো একটি বছরের সূচনা ঘটাবে। এই নতুন সূর্যের আলোর ফোয়ারা নির্যাতিতের শত দুঃখ, গ্লানি, দুর্দশা, হানাহানি, খুন, রাহাজানি ভুলিয়ে সবার জীবনে সুখের বার্তা বয়ে নিয়ে আসবেÑ সেই প্রত্যাশায় স্বাগত বাংলা নববর্ষ ১৪২৩। - See more at: http://www.dailynayadiganta.com/detail/news/110153#sthash.052vUp3U.dpuf
Comments
Post a Comment