উত্তরঃ কেনা-বেচা।
প্রশ্ন – ২. গার্মেন্টস শিপমেন্ট
বলতে কি বুঝ?
উত্তরঃ বায়ারের অর্ডার
অনুযায়ী গার্মেন্টস উৎপাদন হওয়ার পর উৎপাদিত পণ্য জাহাজে পৌছানোকে জাহাজীকরণ বা
শিপমেন্ট বলে।
প্রশ্ন – ৩. টাইমলি শিপমেন্ট কি?
উত্তরঃ নির্ধারিত সময়ে
শিপমেন্ট দেয়াকে টাইমলি শিপমেন্ট বলে।
প্রশ্ন – ৪. মার্চেন্ডাইজিং কাকে
বলে?
উত্তরঃ আয়ের উদ্দেশ্যে পণ্য
কিনে আবার তা বিক্রি করাকে মার্চেন্ডাইজিং বলে।
প্রশ্ন – ৫. একজন মার্চেন্ডাইজার
এর প্রধানত কোন কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি?
উত্তরঃ ফাইবার, ইয়ার্ন,
ফেব্রিক, অ্যাক্সেসরিজ, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, গার্মেন্টস প্রোডাকশন। এছাড়াও
কম্পিউটার ও ইংরেজিতে বিশেষ জ্ঞান থাকতে হবে।
প্রশ্ন – ৬. এলসি কি?
ক্রেতার পক্ষে কোন ব্যাংক
বিক্রেতার অনুকূলে বিক্রিত পণ্যের মূল্য পরিশোধের জন্য যে নিশ্চয়তা পত্র বা দলিল
প্রদান করে, তাকে এলসি বলে।
প্রশ্ন – ৭. চালান বা ইনভয়েস কি?
উত্তরঃ বিক্রেতার সর্বরাহকৃত পণ্যের
তালিকা ক্রেতার নিকট প্রদান করাকেই চালান বলে।
প্রশ্ন – ৮. জিএসপি দাতা
দেশগুলোর নাম লিখ।
উত্তরঃ যুক্তরাষ্ট্র, কানাডা,
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, জাপান, ইইউ দেশসমূহ।
প্রশ্ন – ৯. জিএসপি গ্রহীতা
দেশগুলোর নাম লিখ।
উত্তরঃ বাংলাদেশ, ভারত,
পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ইত্যাদি।
প্রশ্ন – ১০. কাপড়ের পুরুত্ব
সাধারণত কিভাবে প্রকাশ করা হয়?
উত্তরঃ oz/yd2 এবং GSM.
প্রশ্ন – ১১. ইয়ার্ন কনজাম্পশন
কাকে বলে?
উত্তরঃ কাপড় তৈরি করতে যে
পরিমাণ সুতার প্রয়োজন তাকে ইয়ার্ন কনজাম্পশন বলে।
প্রশ্ন – ১২. এক মিটার সমান কত
ইঞ্চি?
উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি।
প্রশ্ন – ১৩. এক পাউন্ড সমান কত
গ্রাম?
উত্তরঃ ৪৫৩.৬ গ্রাম।
প্রশ্ন – ১৪. GSM এর সংজ্ঞা দাও।
উত্তরঃ প্রতি বর্গমিটার কাপড়ের
ওজনকে গ্রামে প্রকাশ করাই হচ্ছে GSM.
প্রশ্ন – ১৫. ট্রিমিংস কাকে বলে?
উত্তরঃ পোশাক পৈরির জন্য এর
মূল কাপড় ছাড়া আর যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, তাকে ট্রিমিংস বলে।
প্রশ্ন – ১৬. মোটিফ কি?
উত্তরঃ পোশাকের সৌন্দর্য
বৃদ্ধির উদ্দেশ্যে বাইরের দিকে যে বিশেষ অংশ পোশাকের সাথে লাগানো হয়, তাকে মোটিফ
বলে।
প্রশ্ন – ১৭. প্রধান লেবেলে কি
কি উল্লেখ থাকে?
উত্তরঃ কোম্পানি ও দেশের নাম।
প্রশ্ন – ১৮. লেবেল কাকে বলে?
উত্তরঃ পোশাকের মধ্যে লাগানো
একটি কম্পোনেন্ট, যাতে ঐ পোশাকের সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য লেখা থাকে, তাকে
লেবেল বলে।
প্রশ্ন – ১৯. থ্রেড কনজাম্পশন
কাকে বলে?
একটি গার্মেন্টস তৈরি করতে যে
পরিমাণ সুইং থ্রেড প্র্যোজন হয়, তাকে থ্রেড কনজাম্পশন বলে।
প্রশ্ন – ২০. আম্পদানি কাকে বলে?
উত্তরঃ পন্য উৎপাদন বা
প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে পণ্য ক্রয় করাকে আমদানি বলে।
প্রশ্ন – ২১. রপ্তানি কাকে বলে?
উত্তরঃ দেশে উৎপাদিত পণ্য বিক্রির
উদ্দেশ্যে বিদেশে প্ররণকে রপ্তানি বলে।
প্রশ্ন – ২২. ডাইরেক্ট কস্টিং
কাকে বলে?
এটি এক ধরনের বিশেষ ধরনের
কস্ট, যেটা বিভিন্ন ধরনের কস্ট এর ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ব্যবহৃত হয়।
প্রশ্ন – ২৩. রপ্তানি দলিলপত্র
বলতে কি বুঝ?
উত্তরঃ রপ্তানিকার্য পরিচালনা
করতে যেসব দলিলাদি প্রয়োজন হয়, তাদেরকে রপ্তানি দলিলপত্র বলে।
প্রশ্ন – ২৪. সার্টিফিকেট অব
অরিজিন বলতে কি বুঝ?
উত্তরঃ কোন দেশে পণ্যটি উৎপাদিত
হয়েছে সে সংক্রান্ত দলিলকে সার্টিফিকেট অব অরিজিন বলে।
প্রশ্ন – ২৫. কোটা বলতে কি বুঝ?
উত্তরঃ কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট
পণ্যের বস্তুগত বা মূল্যগত অর্থে আমদানিকারক দেশ কি পরিমাণ আমদানি করবে তার সীমা
নির্ধারণকে বুঝায়।
প্রশ্ন – ২৬. প্রত্যক্ষ ও পরোক্ষ
কোটা কাকে বলে?
উত্তরঃ পরিমাণগতভাবে কোটা
প্রকাশ করলে তালে প্রত্যক্ষ কোটা এবং মূল্যগতভাবে কোটা প্রকাশ করলে তাকে পরোক্ষ
কোটা বলে।
Comments
Post a Comment