আমার দুর্ভাগ্য, আমি মাশরাফির সাথে এক টিমে খেলতে পারিনি।
— ব্রায়ান লারা (সাবেক অধিনায়ক, ওয়েস্ট ইন্ডিজ)।
পৃথিবীতে দুই ধরনের বোলার আছে।
১. মাশরাফি,
২. বাকি সব।
— গ্লেন মেগ্রা (সাবেক ফাস্ট বোলার, অস্ট্রেলিয়া)।
আমার সৌভাগ্য, আমাকে কোনোদিন মাশরাফির বল মোকাবেলা করতে হয় নি।
– স্যার ভিভ রিচার্ডস (লিজেন্ড ব্যাটসম্যান, ওয়েস্ট ইন্ডিজ)।
অধিনায়ক তো অনেকেই আছেন, মা আছেন
কয়জন?
— মাশরাফির ব্যাপারে ইঙ্গিত করে এডাম গিলক্রিস্ট (সাবেক উইকেটকিপার, অস্ট্রেলিয়া)।
হাজার বছরের দুই নং শ্রেষ্ঠ বাঙালি মাশরাফি
বিন মর্তুজা
— মমতা বন্দোপাধ্যায় (মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ)
আপনি যদি মাশরাফির পুরো এক ওভার
স্বাচ্ছন্দ্যে খেলে ফেলতে পারেন, তারমানে
একদিন আপনি লিজেন্ড হবেন।
– ভিভিএস লাক্সম্যান (সাবেক ব্যাটসম্যান, ইন্ডিয়া)।
নেতা, মানুষ আর খেলোয়াড় এই তিন যোগ
করলে মাশরাফির মতো কোনো ক্রিকেটার এর
আগে কোনোদিন ক্রিকেটবিশ্ব দেখে নি।
— নাসের হোসাঈন (সাবেক ক্যাপ্টেন, ইংল্যান্ড)।
তোমরা আমাকে একজন মাশরাফি দাও, আমি
তোমাদের এগারোটা “সোনার
টুকরো” (ক্রিকেটার) উপহার দিবো।
— শন পলক (সাবেক অধিনায়ক, দক্ষিন আফ্রিকা)।
আমাদের সৌভাগ্য আমরা মাশরাফির যুগে
জন্মেছিলাম।
— আমিনুল ইসলাম বুলবুল (সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশ)।
আমি শেরে বাংলা একে ফজলুল হককে দেখিনি, মাশরাফি ভাইকে দেখেছি।
— মোসাদ্দেক হোসেন সৈকত (রাইজিং টাইগার, বাংলাদেশ ক্রিকেট দল।)
সংগৃহীত
Comments
Post a Comment