রচনাঃ "বউ"
মার্কসঃ ১০
সমযঃ ৫ মিনিট।
ভুমিকাঃ বউ একটা গৃহপালিত প্রানী। এদের ২টা পা, ২টা হাত, ২টা চোখ, আর ১টা বুদ্বিহীন মোটা মাথা আছে৷
উপকারিতাঃ এদের দ্বারা অপকার ছাড়া, কোনদিনও উপকার সম্ভব নয়।
ক্রেডিটঃ চাপাবাজিতে এরা 4G ইন্টারনেটের চেয়েও ফাস্ট। পাশের বাড়ির ভাবীর সাথে এদের চাপার তুলনা হয়না।
এদের সখঃ Tv সিরিয়াল star জলসা/star plus/colors/life ok এদের কাছে KFC'র কাবাবের চেয়ে ও অনেক দামী।
চাহিদাঃ রাতে স্টার জলসা দেখবে R দিনে শাশুড়ির সাথে যুদ্ধ করবে।
অধিকারঃ হাজবেন্ড একটু দেরী করে বাসায় ফিরলে, হাতের কাছে যা পাবে; হাড়ি/পাতিল, বালিশ সব হাজবেন্ডের গায়ে ছুড়ে মারবে।
স্বভাবঃ বলবে, তুমি জানো আমার জন্য কত ডাক্তার/ইঞ্জিনিয়ার এসেছিলো।
আচরনঃ কলেজে কত ছেলে আমাকে প্রেমপত্র দিয়েছিল। পাড়ার সব ছেলে আমার জন্য পাগল ছিল। আর বাবা তোমার মত ১টা গাধার কাছে আমাকে বিয়ে দিল।
পান থেকে চুন খসলেই কথায় কথায় বাপের বাড়ির চলে যাওয়ার আল্টিমেটাম তো আছেই।
একটা কথা বারবার বলে। তা হল, "তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ৷"
তারপর কাঁদবে আর নারী নির্যাতন মামলা করার হুমকি দিবে।
উপসংহারঃ এটা আপনাদের থেকে শুনতে চাই।
Comments
Post a Comment