আর্জেন্টাইন সমর্থকরা আসলে তাদের দলকে সমর্থন করে না। তাদের মূল কাজ হচ্ছে ব্রাজিল সহ অন্যান্য দলকে নিয়ে ট্রল তৈরি করা, আর উস্কানো। আর পারে ইতিহাস না জেনে শুধু সেভেন আপ, সেভেন আপ করে চিল্লাফাল্লা করতে। তারা জানে না কার সাথে কাকে মেলাচ্ছে। আরে বোকার দল ব্রাজিলের সাথে আর্জেন্টিনাকে মেলানো আর রাজরানীর সাথে ****নীকে মেলানো একই কথা।
নিচের হিসাবটা একবার মেলালেই সেটা বুঝতে পারবেন।
ব্রাজিল বিশ্বকাপ খেলছে ২০টি, এর মধ্যে ফাইনালে খেলেছে ৭টিতে আর কাপ জিতেছে ৫টি।
আর্জেন্টিনা খেলেছে ১৬টি বিশ্বকাপ, এরমধ্যে ফাইনালে খেলেছে ৪টি আর কাপ জিতেছে মাত্র ২টি।
★
ব্রাজিল যতবার ফাইনাল খেলছে আর্জেন্টিনা ততবার সেমি ফাইনালও খেলে নাই।
ব্রাজিলের একটানা দুইবার (৫৮,৬২) ও একটানা তিনবার ফাইনাল খেলছে (৯৪,৯৮,০২)।
★
ব্রাজিলের পেলে আর রোমোরিও এর ১০০০+গোল করার কৃতিত্ব আছে।
আর্জেন্টিনার ম্যারাডোনা আর মেসির
গোল যোগ করলেও ১০০০ হয়না।
★
ব্রাজিলের কাকার বিশ্বকাপে সর্বোচ্চ ১৫ গোল করার রেকর্ড আছে।
আর্জেন্টিনার মেসি ও ম্যারাডোনার গোল যোগ করলে ৯টা হয়।
★
ব্রাজিল গত ২৩ বছরে ১৯ বছর ফিফা র্যাংকিং-এ প্রথম ছিল, আর আর্জেন্টিনা ছিল মাত্র ৯ মাস।
★
ব্রাজিল গত চব্বিশ বছরে কাপ জিতেছে ১৫ টা, আর্জেন্টিনা একটাও না।
আর হ্যা, #মেসি একজন অন্যতম বিশ্বসেরা ফুটবলার। তার জন্য শুভকামনা সকল দেশের সাপোর্টাররাই করে থাকেন। আমিও তার বাইরে না। #শুভকামনা_রইল_মেসির_দলের_প্রতি।
© মোঃ শামীম শিহাব
Comments
Post a Comment