প্রশ্ন – ১. বিভিন্ন ধরনের অ্যালাউন্সের
নাম লিখ।
উত্তরঃ কাটিং অ্যালাউন্স, সুইং
অ্যালাউন্স, হেমিং অ্যালাউন্স, ওয়াশিং অ্যালাউন্স, ট্রিমিং অ্যালাউন্স ইত্যাদি।
প্রশ্ন – ২. এক গিরা সমান কত
ইঞ্চি?
উত্তরঃ ২.২৫ ইঞ্চি।
প্রশ্ন – ৩. এক গজ সমান কত ফুট?
উত্তরঃ ৩ ফুট।
প্রশ্ন – ৪. মার্কার দক্ষতা নির্ণয়ের
সূত্রটি লিখ।
উত্তরঃ মার্কার দক্ষতা =
|
মার্কারের মধ্যে প্যাটার্নসমূহের ক্ষেত্রফল
|
X ১০০
|
মার্কারের ক্ষেত্রফল
|
প্রশ্ন – ৫. স্যাম্পল কাকে বলে?
উত্তরঃ প্যাটার্ন ডিজাইন
অনুসারে যে খসড়া পোশাক প্রস্তুত করা হয়, তাকে স্যাম্পল বলে।
প্রশ্ন – ৬. মার্কার তৈরির সময়
সর্বাধিক বিবেচ্য বিষয় কোনটি?
উত্তরঃ মার্কার দক্ষতা।
প্রশ্ন – ৭. মার্কার দক্ষতা বলতে
কি বুঝ?
উত্তরঃ একটি মার্কারের
ক্ষেত্রফলের সাপেক্ষে উক্ত মার্কারের মধ্যস্থ প্যাটার্নসমূহ কতটুকু জায়গা দখল করে,
তাকে শতকরা হারে প্রকাশ করাকেই মার্কার দক্ষতা বলে।
প্রশ্ন – ৮. মার্কার তৈরির জন্য
কি ধরনের কাগজ ব্যবহার করা হয়?
উত্তরঃ পাতলা নিউজপ্রিন্ট
কাগজ।
প্রশ্ন – ৯. মার্কার মেকিং টুলস
কাকে বলে?
উত্তরঃ মার্কার তৈরির কাজ
সম্পাদন করার জন্য যেসব যন্ত্রপাতি বা উপকরন ব্যবহার করা হয়, তাদেরকে মার্কার
মেকিং টুলস বলে।
প্রশ্ন – ১০. প্যানটোগ্রাফ কি?
উত্তরঃ যার সাহায্যে পূর্ণ
দৈর্ঘ্যের প্যাটার্নসমূহকে এক পঞ্চমাংশ স্কেলে ছোট করা হয়, তাকে প্যানটোগ্রাফ বলে।
প্রশ্ন – ১১. কম্পিউটারের
সাহায্যে মার্কার তৈরি করলে কি পরিমাণ কাপড় সাশ্রয় হয়?
উত্তরঃ কমপক্ষে ২% কাপড়
সাশ্রয় হয়।
প্রশ্ন – ১২. গ্রেইন লাইন কত
প্রকার?
উত্তরঃ তিন প্রকার।
প্রশ্ন – ১৩. গ্রেইন লাইন কোন
চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
উত্তরঃ তীর চিহ্ন =>
দ্বারা।
প্রশ্ন – ১৪. কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং
বলতে কি বুঝ?
উত্তরঃ যে প্রক্রিয়ায়
কম্পিউটারের সাহায্যে উৎপাদনকার্য সম্পাদন করা হয়, তাকে কম্পিউটার এইডেড
ম্যানুফ্যাকচারিং বলে।
প্রশ্ন – ১৫. কম্পিউটারের
সাহায্যে কয়ভাবে মার্কার তৈরি করা যায়?
উত্তরঃ দুই ভাবে। যথাঃ ক. স্বয়ংক্রিয়
পদ্ধতি, খ. ইন্টারঅ্যাকটিভ পদ্ধতি।
প্রশ্ন – ১৬. ম্যানুয়াল মার্কার
কয়টি পদ্ধতিতে করা হয়?
উত্তরঃ দুই পদ্ধতিতে। যথাঃ
ক. পূর্ণ আকৃতির প্যাটার্ন
সহকারে মার্কার প্রস্তুত, খ. ছোট আকৃতির প্যাটার্ন সহকারে মার্কার প্রস্তুত।
good knowledge
ReplyDelete