প্রশ্ন – ১. মার্চেন্ডাইজ শব্দের অর্থ কি? উত্তরঃ কেনা-বেচা। প্রশ্ন – ২. গার্মেন্টস শিপমেন্ট বলতে কি বুঝ? উত্তরঃ বায়ারের অর্ডার অনুযায়ী গার্মেন্টস উৎপাদন হওয়ার পর উৎপাদিত পণ্য জাহাজে পৌছানোকে জাহাজীকরণ বা শিপমেন্ট বলে। প্রশ্ন – ৩. টাইমলি শিপমেন্ট কি? উত্তরঃ নির্ধারিত সময়ে শিপমেন্ট দেয়াকে টাইমলি শিপমেন্ট বলে। প্রশ্ন – ৪. মার্চেন্ডাইজিং কাকে বলে? উত্তরঃ আয়ের উদ্দেশ্যে পণ্য কিনে আবার তা বিক্রি করাকে মার্চেন্ডাইজিং বলে। প্রশ্ন – ৫. একজন মার্চেন্ডাইজার এর প্রধানত কোন কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি? উত্তরঃ ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক, অ্যাক্সেসরিজ, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, গার্মেন্টস প্রোডাকশন। এছাড়াও কম্পিউটার ও ইংরেজিতে বিশেষ জ্ঞান থাকতে হবে। প্রশ্ন – ৬. এলসি কি? ক্রেতার পক্ষে কোন ব্যাংক বিক্রেতার অনুকূলে বিক্রিত পণ্যের মূল্য পরিশোধের জন্য যে নিশ্চয়তা পত্র বা দলিল প্রদান করে, তাকে এলসি বলে। প্রশ্ন – ৭. চালান বা ইনভয়েস কি? উত্তরঃ বিক্রেতার সর্বরাহকৃত পণ্যের তালিকা ক্রেতার নিকট প্রদান করাকেই চালান বলে। প্রশ্ন – ৮. জিএসপি দাতা দেশগুলোর নাম লিখ । উত্তরঃ যুক...