Skip to main content

Posts

Showing posts from September, 2024

International Cricket Rules

বর্তমানে গোটা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে । পাশাপাশি এই খেলার পিছনে একটা লম্বা ইতিহাসও রয়েছে। যারা এই খেলায় নতুন পা রাখতে চলেছ, তাদের কাছে বেশ কয়েকটা নিয়ম, একটু খটমট লাগতেই পারে। তবে অধিকাংশ ক্রিকেট সমর্থকদের কাছেই এইসব নিয়ম একেবারে অজানা নয়। আসুন আজ এমনই ন'টি নিয়মে চোখ বুলিয়ে নেওয়া যাক। ১. মাঁকড় নিয়ম : ক্রিকেট বিশ্বে অন্যতম বিতর্কিত এই মাঁকড় নিয়ম। ভারতীয় ক্রিকেটার বিনু মাঁকড়ের নাম অনুসারে এই নিয়মটি রাখা হয়েছে। এই নিয়ম অনুসারে, বোলারের ডেলিভারি ছাড়ার আগে যদি নন স্ট্রাইকার এন্ডে ব্যাটসম্য়ান ক্রিজের বাইরে বেরিয়ে যান, তাহলে বোলার নিজের ডেলিভারি থামাতে পারবেন এবং নন স্ট্রাইকার এন্ডে বল ছুঁড়ে উইকেট ভাঙতে পারবেন। তাহলে ওইsd ব্যাটসম্যানকে আউট করে দেওয়া হবে। নন স্ট্রাইকার এন্ডে ব্যাটসম্যান ক্রিজের বাইরে বেরিয়ে গেলেই প্রযুক্তিগতভাবে সেটা রান-আউট বলে গন্য করা হবে। তবে এই নিয়ম কখনই একজন ক্রিকেটটারের স্পোর্টসম্যান স্পিরিট তুলে ধরে না। ২. তিন মিনিটের নিয়ম : 'তিন মিনিটের নিয়ম' অনুসারে একজন ব্যাটসম্যান ড্রেসিংরুম থেকে ক্রিজে আসার জন্য মাত্র ৩ মিনিট হাতে সময় পান। তারমধ্...