Skip to main content

Posts

Showing posts from April, 2021

Knit Fabric দেখে চেনার কিছু টিপস

যাদের Fabric এর ধারনা কম এই পোস্ট তাদের জন্য। খুব সংক্ষিপ্ত ভাবে নিজের মত করে বোঝানোর চেষ্টা করেছি। (1) Single Jersey: Fabric এর Top Side-এ চিকন চিকন দাগ থাকে এবং In Side- এ Net এর মত জালি থাকে। এই জাতীয় Fabric কে Single Jersey বলে। এই ফেব্রিক গুলি GSM রেঞ্জ ১০০-২০০। (2)All Over Print: যে Single Jersey Fabric এর Top Side- এ print থাকে তাকে All Over Print বলে। এই ফেব্রিক গুলির চাহিদা অনেক বেশি। (3) Yarn Dyed: যে Fabric এর Top & Bottom উভয় Side-এ একই ধরনের কালারের Stripe দেখা যায় তাকে Yarn Dyed Fabric বলে। ইয়ার্ন ডাইড ফেব্রিক সিংগেল জার্সি, রিব, ইন্টারলক এর ইয়ার্ন ডাইড ফেব্রিক করা সম্ভব।  একে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ, ফিডার স্ট্রাইপ নামে চিনি এবং কিনি ।  (4) Grey Melange S/J: Single Jersey যদি সাদা এবং Grey কালারের Mixed হয় তার নাম Grey Melange Single Jersey বলে। এটি দেখতে সাদাটে গ্রে কালার এর মতো।  এটা তিন প্রকার ১. এক্র মিলাঞ্জ ২. গ্রে মিলাঞ্জ ৩. এন্থ্রা মিলাঞ্জ ।  এটি মুলত কটন + ভিসকোস এর ব্লেন্ডেড কাপড় (5) Terry Jersey: Top side দেখতে Single Jersey এর মত কিন্তু In Side Towel বা...