Skip to main content

Posts

Showing posts from September, 2019

একনজরে বাংলাদেশের নদ-নদী

মানচিত্রে বাংলাদেশের নদ-নদী 1. মোট নদ-নদীঃ প্রায় ৭০০টি 2. ভারত থেকে বাংলাদেশে আসা নদী- ৫৫টি 3. মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী- ৩টি 4. বাংলাদেশের আন্তর্জাতিক নদী- ১টি (পদ্মা) 5. মোট আন্তঃসীমান্ত নদী- ৫৮টি 6. বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী- ১টি (কুলিখ) 7. বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন নদী- ২টি (হালদা ও সাঙ্গু) 8. বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই 9. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ 10. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা 11. হাড়িয়াভাঙ্গার মোহনায় অবস্থিত- দক্ষিণ তালপট্টি দ্বীপ (ভারতে নাম পূর্বাশা, এই দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বন্দ্ব চলছে।) 12. প্রধান নদী- পদ্মা 13. দীর্ঘতম নদী- সুরমা (৩৯৯কিমি) 14. দীর্ঘতম নদ- ব্রহ্মপুত্র (একমাত্র নদ) (দীর্ঘতম নদীর উত্তরে ব্রহ্মপুত্র থাকলে ব্রহ্মপুত্র-ই উত্তর হবে) 15. প্রশস্ততম নদী- যমুনা 16. সবচেয়ে খরস্রোতা নদী- কর্ণফুলী 17. বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী- পদ্মা 18. চলন বিলের মধ্য দিয় প্রবাহিত নদী- আত্রাই 19. জোয়ার-ভাঁটা হয় না- গোমতী নদীতে 20. প্রাকৃতিক মৎস্য প্রজনন ...