Skip to main content

Posts

Showing posts from October, 2021

40 Necessary Formula For Garments Industry

01. Target = 60 ÷ ( SMV x No. of worker x working hour x expected efficiency) . 02. Target = 60÷SMV. 03. Team target =(60÷SMV)x Present operator x Organization efficiency . 04. Target per day = Working hour x 60 x No. of operator / Target SMV. 05. Capacity=Average of total obserb time x 1.66 + 30% Allowance / 60. 06. Factory capacity=No. of operator x working minutes + Present % x average factory efficiency. 07. Capacity per day = Present operator x working hour x organization efficiency x Attendance. 08. Weekly capacity = No. of operators x Absenteesm x Clock minutes per week x Average factory efficiency. 09. Marker efficiency = Area of patterns in the marker / Total area of the marker x 100. 10. Load = (Contract size x work content) contract 1+ (Contract size x work content) Contract 2 + etc. 11. Load = Order quantity x Work content (SMV of garments). 12. Observe time = Total cycle time / No. of cycle. 13. Basic time = Avarage of observe time X Rating %. 14. Sam = Basic time x Allowa...

Do You Know?

কিছু গুরুত্বপূর্ণ কথা

সন্তান জন্মের পর আমাদের দেশের বেশীরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কেই ভাটা পড়ে। ২ জন বা ৩ জন বাচ্চা হলে তো কথাই নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় ভাইবোনের মতো। বাচ্চার পিছনে দৌড়ে দৌড়ে, সংসারের কাজ করে করে স্বামীর সাথে রোমান্টিক সম্পর্কের মুড আর থাকেনা। সম্পর্কে শুরু হয় তিক্ততা। এদিকে দেশীয় কালচারে বাচ্চা নিয়ে ঘুমানো প্রায় সব পরিবারেই দেখা যায়। বাচ্চার বয়স ৫/৬/৭, কিন্তু মা বাবার সাথে শোয়। যেখানে আড়াই বা তিন হলেই বাচ্চাকে আলাদা করে দেয়া উচিত। কারন এরপর বাচ্চারা বুঝতে পারে অনেককিছুই। রাতে ঘুম ভেংগে সে মা-বাবাকে অপ্রস্তুত অবস্থায় দেখলে তার মনে যেমন প্রশ্নের উদ্রেক হবে, তেমনি উল্টোদিকে বাচ্চার সাথে একসাথে শোবার কারনে দাম্পত্যে বিঘ্ন তৈরি হয়। বাচ্চার বয়স আড়াই বা তিন হলেই তাকে আলাদা করে দিন। বাচ্চা কিন্তু কষ্ট পাবেনা, কষ্ট পাবেন আপনি, বাচ্চা দূরে সরে যাবে মনে হবে। কিন্তু না, আসলে বাচ্চা দূরে সরে যায়না। এটা বাচ্চার ভালোর জন্য, আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকার জন্য অত্যাবশ্যকীয়। বাচ্চার জন্য আলাদা বিছানা রেডি করুন। ওর রুমটাকে ওর পছন্দ মতো সাজিয়ে দিন। রাতে গল্প শুনিয়ে বা বই পড়িয়ে ওকে ঘুম পা...